রাজনীতিরাজ্য

‘আমার মাথায় পা রাখছেন রাখুন, বাংলার সংস্কৃতিকে কেন অপমান করছেন’, নরেনদ্র মোদির

‘আমার মাথায় পা রাখছেন রাখুন, বাংলার সংস্কৃতিকে কেন অপমান করছেন’, নরেনদ্র মোদির - West Bengal News 24

আজ বাঁকুড়া সভায় মমতা ব্যানার্জি কে উদ্দেশ্য করেই কথাগুলি বললেন মোদি। বেশ কয়েকদিন ধরেই মমতার ও মোদির এই দেওয়াল চিত্রটি বেশ ভাইরাল হয়েছে ফলে তা প্রধানমন্ত্রীরও চোখ এড়ায়নি তা বোঝাই যাচ্ছে। ব্যান্ডেজ পায়ে মমতা পা রেখেছেন আর ফুটবলের জায়গায় ‘মোদীর শির’ অর্থাৎ মাথা।

নির্বাচনী প্রচারের উদেশ্য তৃণমূলের এমন দেওয়াল লিখনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আর এদিন সভায় ‘বাংলার সংস্কৃতি’র কথা মনে করিয়ে দিলেন নরেন্দ্র মোদী (Naredra Modi)। এর পাশাপাশি তিনি মমতাকে চ্যালেঞ্জ করে বলেন,’বাংলার গরিব-ভাইবোনদের উন্নতিতে লাথি মারতে দেব না।’

আরো পড়ুন :বিজেপি নির্বাচনের আগে মিথ্যা বলে, তারপর পালিয়ে যায়, তোপ মমতার

এদিন বাঁকুড়ায় জনসভায় মোদী বলেন,’দিদির লোকেরা দেওয়ালে ছবি আঁকছে। আর সেই ছবিতে, আমার মাথায় পা রাখছেন দিদি। বোঝাই যাচ্ছে যে আমার মাথা দিয়ে ফুটবল খেলছেন। তা আমার মাথায় পা রাখতেই পারেন কিন্তু বাংলার মহান সংস্কৃতিকে কেন অপমান করছেন দিদি? বাংলা দেশকে দিশা দেখিয়েছে। এই ভূমি দেশকে উজ্জীবিত করেছে।’

এরপরই তিনি বলেন,’বাঁকুড়া থেকে দিদিকে কয়েকটা সাফ কথা বলতে চাই, আমি নিজের মাথা দেশের ১৩০ কোটি নাগরিকের সেবার ঝুঁকিয়ে রাখি। আমাকে ও আমার দলকে বাংলার সুপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই সংস্কারই দিয়েছেন। দিদি আপনি আমার মাথায় পা রাখতেই পারেন, লাথিও মারতে পারেন, তাতে কিছু আসে যায়না। কিন্তু কান খুলে শুনে রাখুন দিদি, বাংলার উন্নয়ন বা মানুষের স্বপ্নে ও গরিব ভাইবোনেদের আমি লাথি মারতে দেব না।’

আরও পড়ুন ::

Back to top button