জাতীয়

টিকা রপ্তানি বন্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি রাহুল গান্ধীর

টিকা রপ্তানি বন্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি রাহুল গান্ধীর - West Bengal News 24

ভারত থেকে করোনা টিকা রপ্তানি বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী।

বিদ্যুৎগতিতে করোনার সংক্রমণ ছড়ানোর মধ্যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়ে সাত দফা দাবি জানিয়েছেন। এর মধ্যে অবিলম্বে করোনা ভ্যাকসিন রপ্তানি বন্ধের দাবি রয়েছে। এছাড়া তিনি ভারতের সবার জন্য ভ্যাকসিন উন্মুক্তেরও আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন : অ্যাম্বুলেন্সে করোনা রোগী কে শুইয়ে রেখে, পিপিই কিট পরেই আখের রস খেতে নামলেন স্বাস্থ্যকর্মী! দেখুন সেই ভিডিও

নরেন্দ্র মোদিকে লেখা ওই চিঠিতে রাহুল বলেন, ঐতিহাসিকভাবে ভারত বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন কর্মসূচির পরিকল্পনা এবং বাস্তবায়নে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে। কিন্তু বর্তমান করোনাভাইরাস মহামারির মধ্যে গত তিন মাসে দেশের জনসংখ্যার মাত্র এক শতাংশের কম মানুষকে টিকা দেয়া হয়েছে।

এদিকে,বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নরেন্দ্র মোদি বলেছেন, টিকা নিয়ে চিন্তা করবেন না। সংক্রমণ বাড়লেও ঘাবড়াবেন না। বরং জোর দিন করোনা বিধি পালন এবং পরীক্ষায়। গাছাড়া ভাব একদম নয়। ৪৫ বছরের বেশি বয়সি মানুষের দ্রুত টিকাকরণের লক্ষ্যে আগামী ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত রাজ্যে রাজ্যে ‘টিকা উৎসব’ পালন হবে বলে জানান তিনি।

আরও পড়ুন ::

Back to top button