আন্তর্জাতিক

আরবের প্রথম নারী যিনি মহাকাশে পাড়ি দেবেন

আরবের প্রথম নারী যিনি মহাকাশে পাড়ি দেবেন - West Bengal News 24

সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো কোনো আরব নারীকে মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণ দিতে যাচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের এই দেশটি অর্থনৈতিক সংস্কারের উদ্দেশ্যে বেশ জোরেশোরেই মহাকাশ দৌড়ে নেমেছে।

আরও পড়ুন : মুক্তি পাচ্ছেন দাউদ ইব্রাহিমের সহযোগী জাবির মোতি

জানা গেছে, ওই আরব নারীর বয়স ২৭ বছর। তার নাম নোরা আল-মাতরুশি। বর্তমানে আবু ধাবির জাতীয় তেল কোম্পানিতে কাজ করছেন তিনি।

যুক্তরাষ্ট্রে ২০২১ সালের নাসা মহাকাশচারী কোর্সে যুক্ত হচ্ছেন নোরা আল-মাতরুশি। সংযুক্ত আরব আমিরাত এখন বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নয়নের চেষ্টা করছে। এর ফলে তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে পারবে মধ্যপ্রাচ্যের দেশটি।

গেলো ফেব্রুয়ারি মাসে আমিরাতের পাঠানো মহাকাশযান মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছাতে পেরেছে।

বলে রাখা ভালো, এটিই আরব বিশ্বের কোনো রাষ্ট্রের অন্য কোনো গ্রহে প্রথম অভিযান। ২০২৪ সালের মধ্যেই চন্দ্রাভিযান পরিচালনা করবে আরব আমিরাত। ২১১৭ সালের মধ্যেই চাঁদে মানব বসতি স্থাপনের টার্গেট গ্রহণ করেছে দেশটি।

আরও পড়ুন ::

Back to top button