বলিউড

স্কুলের পাঠ্যক্রমে যুক্ত হয়েছে ‘মুন্নি বদনাম হুয়ি’ গান!

স্কুলের পাঠ্যক্রমে যুক্ত হয়েছে ‘মুন্নি বদনাম হুয়ি’ গান! - West Bengal News 24

এবার স্কুলে পড়ানো হবে বলিউডের জনপ্রিয় আইটেম গান ‘মুন্নি বদনাম হুয়ি’। ইংল্যান্ডের মিউজিক স্কুলের পাঠ্যক্রমে যুক্ত হয়েছে সালমান খানের ‘দাবাং’ সিনেমার গানটি। সম্প্রতি ইংল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

২০১০ সালে মুক্তি পেয়েছিল ‘দাবাং’ সিরিজের প্রথম সিনেমা। এতে ‘মুন্নি বদনাম হুয়ি’ গানটি গেয়েছিলেন মমতা শর্মা, ঐশ্বর্য নিগম ও মাস্টার সেলিম। গানটিতে পারফর্ম করেছিলেন মালাইকা অরোরা।

আরও পড়ুন : বাগদান সেরেছেন অর্জুন-মালাইকা?

তবে মালাইকার এই আইটেম গানটির পাশাপাশি আরও একাধিক গান ইংল্যান্ডের মিউজিক স্কুলগুলোর পাঠ্যক্রমে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রখ্যাত সংগীতশিল্পী কিশোরী অমনকরের ‘সহেলি রে’, অনুশকা শংকরের ‘ইন্ডিয়ান সামার’ এবং এ আর রহমানের অস্কারজয়ী গান ‘জয় হো’।

জানা গেছে, ভারতীয় গানের বৈচিত্র বোঝাতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।পাঠ্যক্রমে ‘মুন্নি বদনাম হুয়ি’ গান সম্পর্কে লেখা হয়েছে- গল্পের প্রয়োজন ছাড়াই আইটেম গানটি বলিউড ছবিতে ফুটে উঠেছে। নাচ-গানে রঙিন দৃশ্যে ভরপুর গানটি। এর মধ্যে ‘টিপিক্যাল বলিউড’ এর বহু বিশেষত্ব ফুটে উঠেছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button