পশ্চিম মেদিনীপুর

গোলাপ ফুল আর মাস্ক দিয়ে সচেতনতার নববর্ষ উদযাপন

স্বপ্নীল মজুমদার

গোলাপ ফুল আর মাস্ক দিয়ে সচেতনতার নববর্ষ উদযাপন - West Bengal News 24

মেদিনীপুর: দুঃস্থ প্রবীণ-প্রবীণাদের গোলাপ ফুল আর মাস্ক দিয়ে নববর্ষের আনন্দ ভাগ করে নিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি’।

সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার পয়লা বৈশাখের বিকেলে মেদিনীপুর শহরের জনকল্যাণ ভবনে এক অনুষ্ঠানে অসহায়, দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে অনেকটা সময় কাটালেন সংস্থার সদস্যরা। প্রবীণ-প্রবীণাদের গোলাপ ফুল দিয়ে সম্মানিত করার পাশাপাশি, করোনা মোকাবিলায় তাঁদের হাতে তুলে দেওয়া হল মাস্ক ও স্যানিটাইজার। ছিল মিষ্টি মুখের আয়োজনও।

আরও পড়ুন : ২৪ ঘণ্টার জন্য Dilip Ghosh -কে ব্যান করল নির্বাচন কমিশন

সন্ধ্যায় সংস্থার উদ্যোগে মেদিনীপুর শহরের ব্লাইন্ড মাদ্রাসা স্কুলের ছাত্রদের হাতে মাস্ক, স্যানিটাইজার ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।

দু’টি কর্মসূচিতেই ছিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ারম্যান গৌতমকুমার ভকত, সভাপতি দিলীপ কুমার মান্না, কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডল প্রমুখ। সহযোগিতায় ছিলেন মানোয়ারা ও ত্রিদেব কাপড়ি।

আরও পড়ুন ::

Back to top button