রাজ্য

মনে রাখবেন এবারের নির্বাচন বাংলাকে বাঁচানোর : Mamata Banerjee

মনে রাখবেন এবারের নির্বাচন বাংলাকে বাঁচানোর : Mamata Banerjee

এবারের নির্বাচন মনে রাখবেন বাংলাকে বাঁচানোর নির্বাচন, বাংলার সম্মান বাঁচানোর নির্বাচন। এবারের নির্বাচন বাংলায় সভ্যতা থাকবে কি না তার নির্বাচন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জি। সোমবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আপনারা ভোটটা অবশ্যই দেবেন। না হলে বিজেপি জানেন তো দুটো আইন করে এখনও রেখে দিয়েছে। একটা এনপিআর (জাতীয় জনসংখ্যা নিবন্ধন), একটা এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি)। আরেকটা অন্য আইন করে রেখে দিয়েছে। ফলে আপনি যদি ভোট না দেন, ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ গেলে, ওরা আসামে ১৪ লাখ বাঙালিকে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিয়েছে।

আরও পড়ুন : করোনা ভ্যাকসিন বণ্টন নীতি নিয়ে এবার কেন্দ্রকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি বলেন, আসামে নির্বাচন ৬ তারিখে হয়ে গেছে, এবং ৮ তারিখ থেকে আবার ‘ডি নোটিশ’ দিতে শুরু করেছে। কাজেই মনে রাখবেন ডিটেনশন ক্যাম্পে যাওয়ার প্রশ্ন নেই। আমি এনআরসি করতে দেবো না, আমি এনপিআর করতে দেবো না। আমি উদ্বাস্তুদের সম্পূর্ণ জমি নিঃশর্ত জমির দলিল দিচ্ছি। উদ্বাস্তুরা যে যেখানে আছেন সবাই জমির দলিল পাবেন। চিন্তা করার কোনও কারণ নেই।

আরও পড়ুন ::

Back to top button