জাতীয়

মাঝ আকাশে খুলে পড়লো বিমানের চাকা

মাঝ আকাশে খুলে পড়লো বিমানের চাকা - West Bengal News 24

নাগপুর থেকে রওনা দেয়ার পর মাঝ আকাশে চাকা খুলে পড়ার পর মুম্বাইয়ে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স।

গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত দশটার দিকে বিমানটি চাকা ছাড়াই পেটে ভর দিয়ে জরুরি অবতরণ করে। এতে দুই কর্মী, এক জন রোগী ও তার স্বজন এবং এক চিকিৎসক ছিলেন। পরে ওই রোগীকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নেয়া হয়।

এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে নাগপুর থেকে হায়দ্রাবাদে যাওয়ার পথে বিচক্রাফট ভিটি-জেআইএল বিমানটির চাকা আকাশেই খুলে পড়ে। পরে এটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চায়।

বিমানটির জরুরি অবতরণ উপলক্ষে প্রস্তুত রাখা হয় জরুরি ব্যবস্থাপনা টিম। দমকল বাহিনীর কর্মী ও সরঞ্জাম ছাড়াও চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়। সতর্কতা হিসেবে রানওয়েতে ছড়িয়ে দেয়া হয় ফোম। যাতে করে অবতরণের পর বিমানটিতে আগুন ধরে যাওয়ার ঝুঁকি কমে যায়।

পরে অবশ্য নিরাপদেই বিমানটি অবতরণ করতে সক্ষম হয়। এর সব আরোহীকেই নিরাপদে বের করে আনা হয়। জরুরি অবতরণের পর মুম্বাই বিমানবন্দরের নির্ধারিত সব ফ্লাইট সময়সূচি মেনেই চলাচল করে।

আরও পড়ুন ::

Back to top button