রাজ্য

জমি দিতে রাজি, বাংলায় টিকা তৈরির কারখানা হোক, ফের মোদীকে চিঠি মমতার

জমি দিতে রাজি, বাংলায় টিকা তৈরির কারখানা হোক, ফের মোদীকে চিঠি মমতার - West Bengal News 24

রাজ্যের সাধারণ মানুষের জন্য করোনার টিকা চেয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, ‘কোনও করোনা টিকা উ‍ত্‍পাদনকারী সংস্থা বা তাদের ফ্র্যাঞ্চাইজি যদি বাংলায় কারখানা তৈরি করতে চায়, তাহলে জমি দিতে রাজি রাজ্য সরকার।’

প্রাণঘাতী করোনাভাইরাস যেভাবে দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে তার কথা উল্লেখ করে এদিন প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের ১০ কোটি এবং দেশের ১৪০ কোটি মানুষের করোনা টিকার প্রয়োজন। কিন্তু এখনও পর্যন্ত সীমিত সংখ্যক মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। বার বার চেয়েও করোনার টিকা মিলছে না।’

দেশে করোনা টিকার অপ্রতুলতা ও সঙ্কট কাটাতে বিদেশ থেকেও টিকা আমদানি করার প্রস্তাব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, ‘বিশ্বের একাধিক দেশে একাধিক সংস্থা করোনার টিকা উ‍ত্‍পাদন করছে। দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের সঙ্গে কথা যাচাই করে নেওয়া যেতে পারে কোন সংস্থার টিকা আমাদের দেশে সবচেয়ে কার্যকরী। সেই অনুযায়ী টিকা আমদানি করা যেতে পারে।’

দেশজুড়ে করোনা টিকার বিপুল চাহিদা পূরণে যদি কোনও টিকা উ‍ত্‍পাদনকারী সংস্থা কিংবা তাদের অনুমোদিত সংস্থা কারখানা তৈরি করতে চায়, তাহলে বাংলায় সেই কারখানা গড়ে তোলা যেতে পারে বলেও চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আশ্বাস দিয়েছেন, দরকারে বাংলায় করোনা টিকার যদি কারখানা গড়ে তোলা হয়, তাহলে রাজ্য সরকার জমি দিতে প্রস্তুত রয়েছে।

মুখ্যমন্ত্রীর এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন রাজ্যের চিকি‍ত্‍সকরা। বিশিষ্ট চিকি‍ত্‍সক অভিজি‍ত্‍ চৌধুরীর কথায়, ‘বাংলার মুখ্যমন্ত্রীর প্রস্তাব অভিনন্দন যোগ্য। দেশে যেভাবে করোনার টিকাকরণ কর্মসূচি চলছে, তাতে মারণ ভাইরাসকে সহজে মোকাবিলা করা যাবে না। হাতে গোনা সংস্থাকে দিয়ে করোনার টিকা উ‍ত্‍পাদন করালে মারণ ভাইরাসের সুনামিকে রোখা যাবে না। আরও বেশ কিছু সংস্থাকে টিকা উ‍ত্‍পাদনে কাজে লাগাতে হবে।’

সূত্র : এই মুহুর্তে

 

আরও পড়ুন ::

Back to top button