জাতীয়

মাঝ আকাশে ভেঙে পড়ল মিগ-২১!‌ মৃত স্কোয়াড্রেন লিডার অভিনব চৌধুরী

মাঝ আকাশে ভেঙে পড়ল মিগ-২১!‌ মৃত স্কোয়াড্রেন লিডার অভিনব চৌধুরী - West Bengal News 24
ছবি দি ইন্ডিয়ান এক্সপ্রেস

ফের একবার মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান মিগ-২১। দুর্ঘটনাটি ঘটে পাঞ্জাবের মোগার বাঘাপুরানার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে। ভোর ৫ টার দিকে ঘটে দুর্ঘটনাটি। বায়ুসেনার আধিকারিকরা জানাচ্ছেন, রুটিনমাফিক প্রশিক্ষণ চালাচ্ছিল বিমানটি। সেইসময়ই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি। এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বায়ুসেনার স্কোয়াড্রেন লিডারের। নাম অভিনব চৌধুরী। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতীয় বায়ুসেনার পুরো টিম।

মৃত স্কোয়াড্রেন লিডার অভিনব চৌধুরীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে। কীভাবে ভেঙে পড়ল এই যুদ্ধবিমান সেবিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে বায়ুসেনা। টুইট করে জানানো হয়েছে সে কথা। বায়ুসেনার তরফে টুইটে লেখা হয়েছে, ‘‌গত রাতে পাঞ্জাবের পশ্চিম সেক্টরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার কবলে পড়ে আইএএফ-এর বাইসন বিমান। এই দুর্ঘটনায় মৃত্যু হয় পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর। ভারতীয় বায়ুসেনা এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য জন্য শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছে।’‌

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button