কলকাতা

খাস কলকাতায় করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন ৯৫ বছরের বৃদ্ধা

খাস কলকাতায় করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন ৯৫ বছরের বৃদ্ধা - West Bengal News 24

করোনার এই আবহে খারাপ খবর যেন স্বাভাবিক হয়ে গিয়েছে। প্রিয়জনের মৃত্যু থেকে শুরু করে একের পর এক মানুষের করোনা আক্রান্তের খবর। চারিদিকে শুধু খারাপ খবর। কিন্তু আজ একটা মন ভাল খবর দেব। করোনা থেকে সেরে উঠলেন ৯৫ বছরের এক বৃদ্ধা। খাস কলকাতা এমনই এক ভাল ঘটনার সাক্ষী থাকল।

বৃদ্ধার নাম নন্দরানী আচার্য। গত ১৫ মে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। ১৯ মে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। এরপর কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘ ২৫ দিন চিকিত্‍সাধীন ছিলেন তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে।

অদম্য জেদ এবং অফুরন্ত জীবন শক্তি। অবশেষে গতকাল করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন তিনি। এখন সম্পূর্ণ সুস্থই রয়েছেন। প্রসঙ্গত, করোনার জেরে অনেক তরতাজা প্রাণ চলে যাচ্ছে। সেক্ষেত্রে ৯৫ বছরের এই বৃদ্ধার করোনা থেকে সুস্থ হয়ে ওঠার খবর প্রকাশ্যে আসতেই যারা বর্তমানে কোভিড আক্রান্ত কিংবা এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আতঙ্কিত তাদের এই খবর নিঃসন্দেহে সাহস জোগাবে। দেশের পাশাপাশি রাজ্যে সংক্রমণ কমছে। আর এরই সঙ্গে এই ধরনের খবর নিঃসন্দেহে স্বস্তির।

সুত্র :আজকাল

আরও পড়ুন ::

Back to top button