সাহিত্য

আবার ও নক্ষত্র পতন সাহিত্য জগতে, প্রয়াত কবি গৌতম বসু

আবার ও নক্ষত্র পতন সাহিত্য জগতে, প্রয়াত কবি গৌতম বসু - West Bengal News 24

চলে গেলেন আশির দশকের বিখ্যাত কবি গৌতম বসু। আজ সকাল ৯ টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৬ বছর। পরিবারসূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সিওপিডি’র সমস্যায় ভুগছিলেন কবি। কিডনিও বিকল হতে শুরু করেছিল।

গতকাল বিকেলে অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে তিনি কোভিডে আক্রান্ত ছিলেন কী না জানা যায়নি।

বাংলা কবিতাজগতের অত্যন্ত পরিচিত নাম ছিলেন গৌতম বসু। তাঁর প্রথম প্রকাশিত বই ‘অন্নপূর্ণা ও শুভকাল’। প্রথম বইতেই তাঁর স্বতন্ত্র স্বর মননশীল বাংলা পাঠকের মনোযোগ কেড়ে নিতে সমর্থ হয়েছিল।

এরপর একে একে প্রকাশ পেয়েছে ‘অতিশয় তৃণাঙ্কুর পথে’, ‘রসাতল’, ‘স্বর্গগরুড়চূড়া’র মতো বই। পেয়েছেন ‘বীরেন্দ্র পুরস্কার’, ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার’ সহ একাধিক সম্মাননা। তাঁর মৃত্যুতে স্বভাবতই বাংলার কবি ও পাঠকমহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button