আন্তর্জাতিক

পরমাণু কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করলেন মরিয়ম

পরমাণু কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করলেন মরিয়ম - West Bengal News 24

পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের কোনো কথা বলার অধিকার নেই বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ। বুধবার ইসলামাবাদে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দেশটির এক সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়, এইচবিওতে ইমরান খানের দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে কথা বলেন মুসলিম লীগের (এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। সপ্তাহখানেক আগে দেওয়া ওই সাক্ষাৎকারে ইমরান খান বলেছিলেন, ‘কাশ্মীর ইস্যুতে বিবাদ না করে পাকিস্তান-ভারতের জনগণ শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে পারে। পাকিস্তানের পরমাণু কর্মসূচির একমাত্র উদ্দেশ্য ডেটারেন্স (প্রতিপক্ষকে নিবৃত রাখা)। কাউকে আক্রমণের উদ্দেশে আমরা পরমাণু কর্মসূচি পরিচালনা করছি না।’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করে মরিয়ম নওয়াজ বলেন, ‘তিনি (ইমরান খান) কী করে এ ধরনের মন্তব্য করলেন সেটি আমার বুঝে আসছে না। তিনি পাকিস্তানের পরমাণু স্থাপনার পাহারাদার নন। দেশের ২২ কোটি মানুষ পরমাণু স্থাপনা রক্ষা করে আসছে। তাই এ নিয়ে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই।’

মরিয়ম বলেন, ‘পরমাণু কর্মসূচি ঠিক রাখতে সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো শহীদ হয়েছেন। আর নওয়াজ শরীর নির্বাসিত জীবন কাটিয়েছেন।’ ইমরান খানের উদ্দেশে তিনি বলেন, ‘তিনি জনগণের ভোটে নির্বাচিত হননি। তিনি সেনাবাহিনী থেকে মনোনীত হয়েছেন। তাই পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে তার কথা বলার কোনো অধিকার নেই।’

আরও পড়ুন ::

Back to top button