সম্পর্ক

ডিভোর্স দেয়া পুরুষ কম সময় বাঁচে

ডিভোর্স দেয়া পুরুষ কম সময় বাঁচে - West Bengal News 24

বিবাহ বিচ্ছেদকারীরা পুরুষরা অন্য পুরুষদের চেয়ে কম দিন বাঁচেন বলে জানানো হয়েছে ‘জার্নাল অব মেনস হেলথ’-এর প্রকাশিত এক রিপোর্টে।

ওই রিপোর্টে বলা হয়েছে, যে পুরুষরা বিবাহ বিচ্ছেদ করেন, তারা বিবাহিত পুরুষদের চেয়ে বেশি পরিমাণে স্বাস্থ্য সমস্যা, হার্ট অ্যাটাক, স্টোক, রক্ত চাপ, এমনকি ক্যান্সারের ঝুঁকিতে থাকেন।

বিবাহ বিচ্ছেদকারী পুরুষরা অধিক পরিমাণে অ্যালকোহল পান ও অন্যান্য কারণে কম দিন বাঁচেন। তাদের মধ্যে আত্নহত্যার হারও তুলনায় অনেক বেশি। বিবাহ বিচ্ছেদকারী পুরুষদের মধ্যে আত্নহত্যার হার ৩৯ শতাংশ।

বিবাহ বিচ্ছেদকারী পুরুষরা যৌন মিলন থেকে বঞ্চিত থাকায় কোনো কাজেই সন্তুষ্ট থাকেন না বলেও বলা হয়েছে রিপোর্টে।

বিবাহ বিচ্ছেদকারী বাবার সঙ্গে সন্তানদেরন সম্পর্ক থাকে একেবারে পাতলা আবরণের।

এসব কারণেই বিবাহ বিচ্ছেদের আগে প্রত্যেকেরই এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত। আর কিছু না হলেও অন্তত নিজের স্বাস্থ্যের কথা ভেবে হলেও বিচ্ছেদকে এড়িয়ে চলুন।

সূত্র: গার্ডিয়ান।

আরও পড়ুন ::

Back to top button