রাজ্য

‘উত্তরবঙ্গের কোনও উন্নয়ন হয়নি, তাই হয়তো আলাদা কিছু ভাবছে’, ‘বঙ্গভঙ্গ’ ইস্যুতে মন্তব্য দিলীপের

Dilip Ghosh : ‘উত্তরবঙ্গের কোনও উন্নয়ন হয়নি, তাই হয়তো আলাদা কিছু ভাবছে’, ‘বঙ্গভঙ্গ’ ইস্যুতে মন্তব্য দিলীপের - West Bengal News 24

শনিবারই দু’দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে গিয়ে রবিবার সকালে কোচবিহার বিজেপি সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। এদিন উত্তরবঙ্গ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ”উত্তরবঙ্গের মানুষ বিজেপির সঙ্গে রয়েছে।

তৃণমূলের পায়ের তলার মাটি উত্তরবঙ্গ থেকে সরে গিয়েছে সে কারণেই কখনও গোর্খা কখনও কামতাপুরীদের সঙ্গে নিয়ে জেতার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আহর উল্টো বিজেপিকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিচ্ছেন।”

বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, উত্তরবঙ্গের মানুষ স্বাস্থ্য, শিক্ষা সবেতেই পিছিয়ে আছে সে কারণেই তারা আলাদা কিছু ভাবছে। অনন্ত মহারাজ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, অনন্ত মহারাজ বিজেপির সঙ্গেই ছিল এবং তাদের উপরই আস্থা রেখেছে।

কেএলও-র হুমকি ভরা চিঠি প্রসঙ্গেও বিজেপি নেতার মত, নিজেদের গুরুত্ব বাড়াতে তৃণমূলের নেতৃত্ব নিজেরাই এ সমস্ত করছে। বিজেপির কাউকে হুমকি দেওয়ার প্রয়োজনীয়তা নেই। ভারতের সংবিধানের উপর তাদের আস্থা রয়েছে।

রবিবারের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভা নেত্রী তথা বিধায়ক মালতি রাভা রায়-সহ অন্যান্য বিধায়ক ও নেতৃত্বরা। দলীয় সূত্রে খবর, বঙ্গ ভোটে বিপর্যয়ের পর উত্তরবঙ্গ থেকে দলের ভাঙন শুরু হয়েছে।

সম্প্রতি আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতির তৃণমূলে যোগদান সেই ইঙ্গিত দিয়েছে। তাই উত্তরে দলের সংগঠনকে ধরে রাখতে দুদিনের সফরে গিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি।

সূত্র: ২৪ ঘন্টা

আরও পড়ুন ::

Back to top button