প্রযুক্তি

২০ লাখ ভারতীয় অ্যাকাউন্ট ব্যান করলো হোয়াটসঅ্যাপ

WhatsApp : ২০ লাখ ভারতীয় অ্যাকাউন্ট ব্যান করলো হোয়াটসঅ্যাপ - West Bengal News 24

প্রায় ২০ লাখ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার কথা জানিয়েছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। গত ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে এই পরিমাণ অ্যাকাউন্ট ব্যান বা নিষিদ্ধ করা হয়।

কোম্পানিটি জানিয়েছে, ৯৫ শতাংশ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে মূলত স্প্যামিং করার কারণে। তবে এসব অ্যাকাউন্ট কেউ রিপোর্ট করেনি। হোয়াটসঅ্যাপ নিজেই স্প্যাম মেসেজ বন্ধের উদ্যোগের অংশ হিসেবে এসব অ্যাকাউন্ট ব্যান করেছে।

সাধারণত প্রতি মাসে বিশ্বজুড়ে ৮০ লাখেরও বেশি অ্যাকাউন্ট ব্যান করে থাকে হোয়াটসঅ্যাপ। কোম্পানিটি জানিয়েছে, ২০১৯ সালের পর থেকে অ্যাকাউন্ট ব্যান করার মাত্রা বৃদ্ধি পেয়েছে। কারণ এ বছর নিজেদের সিস্টেম আপগ্রেড করে হোয়াটসঅ্যাপ।

যদিও কোম্পানিটি বিশ্বাস করে, এরপরেও এখনো স্প্যামিং এর আরো অনেক সুযোগ রয়ে গেছে। তারা তাদের আধুনিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি ব্যবহার করে এসব বন্ধে কাজ করে যাচ্ছে।

সূত্র : আলজাজিরা

আরও পড়ুন ::

Back to top button