রাজনীতিরাজ্য

লক্ষ্য বিজেপিকে ক্ষমতাচ্যুত করা! দিল্লি যাওয়ার আগে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee : লক্ষ্য বিজেপিকে ক্ষমতাচ্যুত করা! দিল্লি যাওয়ার আগে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় - West Bengal News 24

বিজেপিকে ক্ষমতাচ্যুত করার সলতে পাকানো শুরু। বাংলায় তৃতীয় বার ক্ষমতায় আসার পর তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এখন প্রধান লক্ষ্য দিল্লিতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। সেই লক্ষ্যেই দলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন পদে উঠে এসেছেন তিনি। আর তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হিসেবে বুধবারই প্রথম দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )।

শনিবার দিল্লিতে দলের এক প্রবীণ নেতা জানিয়েছেন, সংসদীয় কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর প্রথমবার দিল্লিতে সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বুধবার বিকেলে দিল্লিতে বঙ্গভবনে সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি। সুপার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন মমতা।

বুধবার বিকেলে দিল্লির চাণক্যপুরীতে বঙ্গভবনে এই বৈঠক হবে। সাংসদদের সঙ্গে বৈঠক করার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা প্রতিষেধক বণ্টনের বৈষম্য এবং বহু কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি দেবেন মুখ্যমন্ত্রী।

এবার তিনদিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এনসিপি’র প্রধান শারদ পাওয়ার সহ জাতীয় স্তরের রাজনীতিকদের সঙ্গে। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে একুশে জুলাই এর মঞ্চ থেকেই বিরোধী দলগুলোকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

অ-বিজেপি দলগুলোর শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল শহীদ দিবসের মঞ্চে। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সেই ভার্চুয়াল মঞ্চে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানকে অনেকটা এগিয়ে দিয়েছেন ৯টি রাজনৈতিক দলের ১২ জন নেতা।

সেই তালিকায় ছিলেন পি চিদম্বরম, দ্বিগবিজয় সিং, শরদ পাওয়ার রামগোপাল যাদবদের মতো নেতারা। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রার অপেক্ষায় জাতীয় রাজনীতিকরা। তৃণমূল সূত্রের খবর, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরের খবরে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়েছে। তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছেন অ-বিজেপি দলগুলোর নেতারা। স্বভাবতই ওয়াকিবহাল মহল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফরের তাৎপর্য অনেক গভীর।

সূত্র : নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button