রাজ্য

সুস্থ হচ্ছে বাংলা, নিম্নমুখী করোনার সংক্রমণ, একধাক্কায় অনেকটা কমল মৃত্যু

west bengal corona update : সুস্থ হচ্ছে বাংলা, নিম্নমুখী করোনার সংক্রমণ, একধাক্কায় অনেকটা কমল মৃত্যু - West Bengal News 24

রাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ আরও নিম্নমুখী। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭১১-তে। সেই সঙ্গে স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যুর হার-ও। এক ধাক্কায় দৈনিক মৃত্যু প্রায় দুই তৃতীয়াংশ কমেছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৫ জন। আগের দু’দিন টানা ১৪ জনের মৃত্যু হয়েছিল। দীর্ঘদিন বাদে মৃত্যুহীন দিন পার করল উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘন্টায় ওই জেলায় মারণ ভাইরাসের ছোবলে একজনেরও মৃত্যু হয়নি।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দৈনিক করোনা সংক্রান্ত বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৩ হাজার ২০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১ কোটি ৫৬ লক্ষ ৮৮ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হলো। নয়া নমুনা পরীক্ষায় আরও ৭১১ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ২৭ হাজার ২৫০ জনে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার অর্থা‍ত্‍ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১ দশমিক ৬৫ শতাংশে। করোনায় আক্রান্ত আরও পাঁচজন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এ নিয়ে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ১২৮ জন।’

সবচেয়ে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘন্টায় রাজ্যের ১৯ জেলায় করোনার ছোবলে কোনও মৃত্যু ঘটেনি। কলকাতায় একজন প্রাণ হারালেও দীর্ঘদিন বাদে মৃত্যুহীন দিন পার করল উত্তর ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনাতেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হওয়ার পরিসংখ্যানও আশার আলো জাগাচ্ছে।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৩৫ জন। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনাকে জয় করলেন ১৪ লক্ষ ৯৭ হাজার ৯৫১ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ০৮ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ১২৯টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ১৭১ জনে।

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button