জাতীয়

সেনা সরানো নিয়ে লাদাখ উত্তপ্ত, সীমান্তে সেনা সরানো নিয়ে আজ বৈঠকে ভারত-চিন

সেনা সরানো নিয়ে লাদাখ উত্তপ্ত, সীমান্তে সেনা সরানো নিয়ে আজ বৈঠকে ভারত-চিন - West Bengal News 24

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানো নিয়ে আজ শনিবার ১২ দফার কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে বসতে চলেছে ভারত-চীন।

এর আগে ১১ বার বৈঠক করেছেন দুই দেশের সেনাবাহিনীর কোর কমান্ডাররা। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চীনা এলাকায় মলডোতে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

ভারতের সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, হট স্প্রিংস এবং গোগরা হাইট থেকে সেনা সরানো নিয়ে দুই দেশের মধ্যে এই বৈঠক। এর আগেও বেশ কয়েক দফায় বৈঠক হয়েছে। কিন্তু সামাধান সূত্র বের হয়নি। সে কারণে আজকের এই বৈঠককে কেন্দ্র করে যথেষ্ট আশা জাগছে।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই দুই পয়েন্টে সেনা সরানো নিয়ে একটা সমঝোতায় আসবে দুই দেশ। হট স্প্রিংস এবং গোগরা হাইটে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দুই দেশের ৮০-১০০ জন জওয়ান মোতায়েন থাকে।

তবে আজকের বৈঠকে সবচেয়ে বেশি নজর থাকবে দেপসাং। এই জায়গা থেকে চীন সেনা সরাতে রাজি হয় কি না সেদিকে নজর রাখছে ভারত।

জানা গেছে, ভারত সেনা সরাতে রাজি আছে। তবে সমপরিমাণ সেনা সরালেই এই পথে হাঁটবে নয়াদিল্লি।

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button