উঃ ২৪ পরগনা

ভুয়ো কলসেন্টার খুলে দেশে-বিদেশে কোটি কোটি টাকা ‘প্রতারণা’, গ্রেফতার ৯

ভুয়ো কলসেন্টার খুলে দেশে-বিদেশে কোটি কোটি টাকা ‘প্রতারণা’, গ্রেফতার ৯ - West Bengal News 24

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব আর তার ভুয়ো ভ্যাকসিন সেন্টার থেকে শুরু। তারপর একে একে ভুয়ো আইপিএস, ভুয়ো সাংবাদিক, ভুয়ো সিবিআই, ভুয়ো বিডিও, ভুয়ো আইনজীবী- কতই না কীর্তি ফাঁস হয়েছে।

সেই ভুয়োর তালিকাতেই আরও এক নতুন সংযোজন হল। খোঁজ মিলল ভুয়ো কল সেন্টারের। খাস কলকাতায়। ভুয়ো কল সেন্টার খুলে দেশে ও বিদেশে টেক সাপোর্ট দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে শহরে।

পুলিশ সূত্রে খবর সল্টলেক সেক্টর ফাইভের ম্যাট্রিক্স বিল্ডিংয়ে এই ভুয়ো কল সেন্টারের খোঁজ মিলেছে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে মোট নয় জনকে। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে বলে খবর।

জানা গেছে, সল্টলেকের ওই বহুতলের দোতলা এবং সাত তলায় কল সেন্টারের অফিস খুলে প্রতারণার কাজ চলত। এই প্রতারকদের ফাঁদে পা দিয়ে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে বিভিন্ন ব্যক্তি বা সংস্থার।

পুলিশ সূত্রের খবর, ধৃত ন’জনকেই আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। তাদের পুলিশি হেফাজতের জন্য আবেদন করবে বিধাননগর পুলিশ।

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button