রাজনীতি

‘দুটো ঢিল মারতেই বিপ্লব শেষ, ত্রিপুরায় খেলা শুরু হয়ে গিয়েছে’!‌ খোঁচা দিলীপের

Dilip Ghosh : ‘দুটো ঢিল মারতেই বিপ্লব শেষ, ত্রিপুরায় খেলা শুরু হয়ে গিয়েছে’!‌ খোঁচা দিলীপের - West Bengal News 24

ত্রিপুরায় গতকালও আক্রান্ত হয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন এবং অপরূপা পোদ্দার। বারবার আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে গর্জে উঠেছে তৃণমূল। আর ত্রিপুরায় তৃণমূলের আক্রান্ত হওয়ার ঘটনাকে নিয়ে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কথায়, ‘‌দুটো ঢিল মারতেই দেখা যাচ্ছে ত্রিপুরায় তৃণমূলের বিপ্লব শেষ হয়ে গেল। খুব কান্নাকাটি করছে ওরা। বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে ত্রিপুরায় গিয়েছে।

বাচ্চা ছেলেদের কেন নিয়ে যায়? কান্না কাটি করছে কেউ, কেউ বলছে সুইসাইড করব, কেউ বলছে রাস্তায় শুয়ে থাকবে- দুটো ঢিল মেরেছে আর তাতেই বিপ্লব শেষ। আর ত্রিপুরায় তো খেলা শুরু হয়ে গিয়েছে। সব জায়গায়তেই খেলা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল খেলা শুরু করার আগেই খেলা শুরু হয়ে গিয়েছে। আর তৃণমূল খেলা হবে দিবস করছে যা হাস্যকর। তৃণমূল রাজনৈতিক হিংসার খেলা শুরু করেছে। আর খেলার প্রসারে কোনও কাজ করছে না তৃণমূল।’‌

বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া সমালোচনা করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। কুণাল ঘোষের কথায়, ‘‌দিলীপ বাবু যেটা বললেন সেটা মনে রাখবেন।

দুটো ঢিল মেরেছে আর তাতেই বিপ্লব শেষ, এই বক্তব্য রাখছেন দিলীপ বাবু। তাই পরে যেন দিলীপ বাবু অস্বীকার না করেন যে এই ধরণের মন্তব্য করেননি তিনি। আর এটা পরিস্কার যে দিলীপ বাবু স্বীকার করছেন যে ঢিল মারছে বিজেপি। খেলার প্রসারে কোনো সাহায্য করে না বিজেপি। বিজেপি শুধু রাজনীতি করে। তাই বিজেপির কোনও কথাকে গুরুত্বই দিচ্ছি না।’‌

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button