কলকাতা

খেলা হবে-র সকালে দিলীপও ফুটবল খেললেন, মমতার প্রশংসার পরই বলে পা

Dilip ghosh : খেলা হবে-র সকালে দিলীপও ফুটবল খেললেন, মমতার প্রশংসার পরই বলে পা - West Bengal News 24

বঙ্গ বিজেপিতে নতুন বার্তা? গতকালই রাজভবনে চা চক্রে যোগ দিতে গিয়েছিলেন সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যপালের সঙ্গে গতকালের বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দিলীপ বাবুকে মুখ্যমন্ত্রী নবান্নে আসার অনুরোধ জানান। তাঁর দৈনিক শরীরচর্চা ও ফিটনেস নিয়ে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই আজ তৃণমূলের ‘খেলা হবে’ দিবসে পায়ে ফুটবল নিয়ে মাঠ কাঁপালেন বিজেপি রাজ্য সভাপতি।

বঙ্গে যখন বিজেপির দুই গোষ্ঠী একটি শুভেন্দু অপরটি দিলীপের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে, ঠিক তখনই এই চিত্র ধরা পড়েছে। আর এই চিত্রই সমগ্র বঙ্গ রাজনীতিতে একটা ছোট বার্তা দিচ্ছে। এদিন ইকো পার্কে ফুটবল নিয়ে খেললেন দিলীপ ঘোষ। দৈনিক শরীরচর্চা করে আজ ফুটবল খেলে সকাল কাটালেন দিলীপ বাবু। তিনি জানিয়েছেন, ‘আমরা ছোটবেলা থেকে ফুটবল খেলে আসছি। খোলা মাঠে কাদার ওপরে কখনও বাতাবি লেবু, কখনও প্লাস্টিক দিয়ে বেঁধে বল খেলতাম। এখন খেলাধুলো উঠে গিয়েছে।

আরো পড়ুন : ‘দুটো ঢিল মারতেই বিপ্লব শেষ, ত্রিপুরায় খেলা শুরু হয়ে গিয়েছে’!‌ খোঁচা দিলীপের

কিন্তু ওরা খেলাটাকে রাজনীতি ও হিংসার খেলায় নিয়ে গিয়েছে। সিন্ডিকেট ও কাটমানির খেলায় নিয়ে গেছে ওরা। আমরা চাই ফুটবল ফিরে আসুক। ফুটবলের খেলা হোক। আমাদের নতুন ছেলে যুবক যুবতীরা খেলা করে শরীর স্বাস্থ্য ঠিক করুক। বাংলাতে দেশের সম্মান আরও বাড়ুক। সেই জন্য আজ আমরা ফুটবল খেলছি, গতকাল ক্রিকেট খেলেছি। কিছু না কিছু রোজ করি আমরা।’

যদিও বিজেপির তরফেও গত ৯ অগস্ট থেকে আজ অর্থাত্‍ ১৬ তারিখ পর্যন্ত বিশেষ কিছু কর্মসূচী ছিল। গতকাল রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্‍ নিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘ওখানে কুশল বিনিময় হয়েছে, তবে মত বিনিময়ের জায়গা নেই। ওঁ বলেছেন, আসুন একবার নবান্নে। আমি বলেছি, হ্যাঁ যাবো। শরীর স্বাস্থ্য কেমন আছে, কে কতক্ষন হাঁটেন, ব্যায়াম করেন, কী খান- এই সব গল্পই হয়েছে।’

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button