রাজনীতিরাজ্য

‘মাদার ডেয়ারি নয়, মায়ের দুধ খেয়েছি’, চা-চক্রে দিলীপের নিশানায় মমতা

Dilip Ghosh : ‘মাদার ডেয়ারি নয়, মায়ের দুধ খেয়েছি’, চা-চক্রে দিলীপের নিশানায় মমতা - West Bengal News 24

কিছুদিন আগেই নবান্ন থেকে একটি বিশেষ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সমস্ত উপাদান নিয়ে চলা ‘মাদার ডেয়ারি’র নাম পরিবর্তন করা হবে। জনপ্রিয় সংস্থা ‘মাদার ডেয়ারি’ নাম ভালো কিন্তু বাংলার কৃষক কিংবা চাষিদের দুধ দিয়ে তৈরি তাই ‘বাংলা ডেয়ারি’ নামে নামকরণ হবে। আর সেই ঘোষণাকেই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন নিজের পুরানো বিধানসভা এলাকায় গিয়ে চা চক্রে যোগদান করেন। সেখানেই ফের একবার মুখ্যমন্ত্রীকে কারণ ছাড়াই আক্রমণ করেন দিলীপ ঘোষ। ‘মাদার ডেয়ারি’ নামকরণ নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়ে তিনি জানিয়েছেন, ‘মাদার ডেয়ারির টাকাও এ বার খেতে হবে এই সরকারকে! যেখানে যেভাবে পারছে টাকা খেয়ে বেড়াচ্ছে।’

আরো পড়ুন : ‘অন্য দলে যাচ্ছি না’, দিলীপ ঘোষকে ‘ভণ্ড’ বলে বিজেপি ত‍্যাগ রূপার

ভোটপরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়ে দিলীপবাবু বলেছেন, ‘সিবিআই তো সবে মামলা হাতে পেয়েছে। পুলিশ ছুঁলে আঠারো ঘা, আর সিবিআই ছুঁলে কত ঘা তা এ বার বুঝতে পারবে। গায়ের জোর দেখিয়ে কোনও লাভ হবে না। ভুলে যাবেন না, আমরা মাদার ডেয়ারি নয়, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি।’

১৯৭৮ সালে দেশে প্রথম পথ চলা শুরু করে ‘মাদার ডেয়ারি’। শুরুতে এই সংস্থার দেখভাল করত ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। কিন্তু ১৯৮২ সালে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সিদ্ধান্ত নেন, পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের দুধ উত্‍পাদনকারীরাই মাদার ডেয়ারিতে দুধ সরবরাহ করবেন। ১৯৯৬ সালে রাজ্য সরকার মাদার ডেয়ারিকে অধিগ্রহণ করে।

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button