রাজ্য

‘WBCS পরীক্ষার প্রশ্নপত্রে রাজ্যের প্রকল্পের বিজ্ঞাপন, চুপ কেন বুদ্ধিজীবীরা? কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari : ‘WBCS পরীক্ষার প্রশ্নপত্রে রাজ্যের প্রকল্পের বিজ্ঞাপন, চুপ কেন বুদ্ধিজীবীরা? কটাক্ষ শুভেন্দুর - West Bengal News 24

এবার WBCS পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশ্নপত্রে রাজ্যের সরকারি প্রকল্পের বিজ্ঞাপন করা হয়েছে বলে কটাক্ষ করেন শুভেন্দু।

রাজ্যের বিরোধী দলনেতা টুইট করে লেখেন, ‘যখন রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে UPSC পরীক্ষায় প্রশ্ন এসেছিল, তখন সকলে তুলকালাম করেছিল। এবার WBCS পরীক্ষার প্রশ্নপত্রে সরকার নিজের প্রকল্পের বিজ্ঞাপন দিচ্ছে। এবার দেখি ভণ্ড বুদ্ধিজাবীরা তাঁদের বক্তব্য পালটে ফেলেন’।

শুভেন্দু অধিকারীর টুইটে দেখা গিয়েছে মোট তিনটি প্রশ্ন, তার মধ্যে একটি ‘পশ্চিমবঙ্গ সরকার সবুজ-সাথী প্রকল্পে সরকারি/ সরকারপোষিত/ মাদ্রাসা/ বিদ্যালয়ের কোন শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীদের বিতরণ করা হয়?’

আরো পড়ুন : গলায় কোপ মেরে প্রৌঢ়কে খুন, অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে আগুন লাগাল স্থানীয়রা

তবে শুধু ওই একটি প্রশ্ন না। ‘গতিধারা’ ও ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের উল্লেখ করেও প্রশ্ন করা হয়েছে প্রশ্নপত্রে। এছাড়া ‘কন্যাশ্রী’ প্রকল্প নিয়েও প্রশ্ন এসেছে প্রশ্নপত্রে। গতিধারা প্রকল্প নিয়ে প্রশ্ন করা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ সরকারের ‘গতিধারা’ প্রকল্পের এক উপভোক্তা সর্বোচ্চ কত টাকা সরকারি ভর্তুকি পেতে পারেন?’

স্বাস্থ্য-সাথী প্রকল্প নিয়ে প্রশ্ন করা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য-সাথী প্রকল্পের বীমা প্রিমিয়ামের কত শতাংশ রাজ্য সরকার বহন করে?’ ও ‘কন্যাশ্রী’ প্রকল্প নিয়েও প্রশ্ন করা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক উর্ধসীমা প্রযোজ্য নয় যদি’

তবে এনিয়ে টুইটে পালটা উত্তর দিয়েছেন নেটিজেনরাও। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এরকম অনেক প্রশ্ন আছে, কিন্ত তাতে কী হয়েছে? WBCS পরীক্ষা দিয়ে রাজ্য সরকারের যিনি অফিসার হবেন তিনি সরকারের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে অবহিত কিনা, তা যাচাই করা হবে না?’

সূত্র : এই সময়

আরও পড়ুন ::

Back to top button