আন্তর্জাতিক

বোকো হারামে জিহাদি হামলায় ১৬ সেনা নিহত

বোকো হারামে জিহাদি হামলায় ১৬ সেনা নিহত - West Bengal News 24

নাইজারের দক্ষিণপূর্বাঞ্চলীয় একটি শহরে বোকো হারাম যোদ্ধাদের হামলায় ১৬ সৈন্য নিহত এবং অপর নয়জন আহত হয়েছেন। অঞ্চলটি জিহাদিদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। প্রতিরক্ষামন্ত্রী আলকাসৌম বুধবার এএফপি’কে একথা বলেন। খবর এএফপি’র।

এক বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘বোকো হারামের কয়েকশ’ যোদ্ধা মঙ্গলবার রাতে দিফা অঞ্চলের বারৌয়া এলাকায় আমাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর অবস্থানে হামলা চালায়। তারা লেক শাদ থেকে সেখানে আসে।’

আরো পড়ুন : কাবুল বিমানবন্দরে জলের বোতল ৩০০০, ভাতের প্লেট ৭৫০০ টাকা

তিনি আরো বলেন, এ সময় ‘নাইজেরীয় সৈন্যের পাল্টা অভিযানে প্রায় অর্ধ শত সন্ত্রাসী নিহত হয়েছে এবং সেখান থেকে তারা বহু অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে।’

২০১৫ সালে জিহাদিদের ভয়াবহ হামলার ঘটনার পর জুনে বারৌয়া এলাকায় প্রায় ছয় হাজার মানুষ ফিরে আসার মাত্র দুই মাস পর সেখানে এ হামলা চালানো হলো। এ অঞ্চলের প্রায় ২৬ হাজার বাসিন্দাকে তাদের ঘরবাড়িতে ফিরে আসতে উৎসাহিত করার এক কর্মসূচীর আওতায় এসব মানুষ ফিরে আসে।

এ মাসের গোড়ার দিকে নাইজার জানায়, জিহাদি বিরোধী অভিযান জোরদার করতে তারা সেখানে একটি বিমান ঘাঁটি নির্মাণ করবে।

আরও পড়ুন ::

Back to top button