আসাম

আসামে ক্রমাগত গুলি ছোঁড়ার পর ৫ জনকে পুড়িয়ে হত্যা

আসামে ক্রমাগত গুলি ছোঁড়ার পর ৫ জনকে পুড়িয়ে হত্যা - West Bengal News 24

রাস্তায় সাতটি ট্রাকের গতিরোধ করে সেগুলোতে সশস্ত্র কিছু লোক ক্রমাগত গুলি ছোঁড়ার পর আগুন ধরিয়ে দিলে পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার আসামের দিমা হাসাও জেলায় এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

দিমা হাসাও জেলার সুপারিনটেনডেন্ট অব পুলিশ জয়ন্ত সিং বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে সশস্ত্র কিছু লোক ট্রাকগুলো থামায়। এর মধ্যে ছয়টি ট্রাকে ছিল সিমেন্ট এবং একটিতে ছিল কয়লা।

আরো পড়ুন : রেললাইনে পড়ে ৫০০ ও ২ হাজার টাকার নোটের বান্ডিল, দেখে জ্ঞান হারলেন রেলকর্মী

থামানোর পর উপর্যুপরি গুলি ছোঁড়া হয় ট্রাকগুলো লক্ষ্য করে। কিছুক্ষণ পর তারা ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে পাঁচজন নিহত হন। আহত হয়েছেন আরও একজন। তারা সবাই ট্রাকচালক এবং শ্রমিক বলে জানা গেছে।

কর্তৃপক্ষ ধারণা করছে, এ হামলার সঙ্গে সশস্ত্র দিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির (ডিএনএলএ) হাত রয়েছে।

২০১৯ সালের এপ্রিলে ডিএনএলএ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তারা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

আরো পড়ুন : অনেকটা বাড়ল দেশের অ্যাকটিভ কেস, তৃতীয় ঢেউয়ের চোখরাঙানি কেরলে

দিমাসা আসামের একটি উপজাতি। ২০১১ সালের জরিপ অনুযায়ী, দিমা হাসাও জেলায় প্রায় এক লাখ ৪২ হাজার ৪১৩ জন দিমাসা উপজাতির মানুষের বসবাস। নাগাল্যান্ডেও এ উপজাতির মানুষেরা বাস করে।

আরও পড়ুন ::

Back to top button