ক্রিকেট

‘বিশ্বকাপে ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান’

Wahab Riaz : ‘বিশ্বকাপে ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান’ - West Bengal News 24

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ বা মূল পর্বের চতুর্থ ম্যাচটাই হাই-ভোল্টেজ ম্যাচ। ২৪ অক্টোবর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আসরে দুদলেরই এটি প্রথম ম্যাচ।

তবে এর আগে বিশ্বকাপ আসরে দুই দলের লড়াইয়ে সাফল্য পায়নি পাকিস্তান। এবার নাকি ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান। ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাতকারে এমনটাই বলছেন দলটির পেসার ওয়াহাব রিয়াজ।

ওয়াহাবের মতে, বর্তমান দুটি দলের শক্তির বিবেচনায় এগিয়ে পাকিস্তান। তবে ভারতকেও সমীহ করছেন এই পেসার।

আরো পড়ুন : ছক্কায় ভিআইপি বক্সের কাচ ভাঙলেন গেইল (ভিডিও)

“ভারতকে হারানোর ক্ষমটা অবশ্যই রয়েছে ছেলেদের। যদি পাকিস্তান সামর্থ্য অনুযায়ী খেলে, তাহলে শুধু ভারত না, বিশ্বের যে কোন দলকে হারাতে পারে। টি -টোয়েন্টি ক্রিকেট এমন একটি ফরম্যাট যেখানে পুরো ম্যাচটি কয়েকটা বল বা একটা মোমেন্ট ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। পাকিস্তান-ভারতের ম্যাচও এর বাইরে না। যদি পাকিস্তান তাদের সেরাটা খেলে, তারা অবশ্যই ভারতকে হারাতে পারে।”

Wahab Riaz : ‘বিশ্বকাপে ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান’ - West Bengal News 24

সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন পাকিস্তানকে এগিয়ে রাখবে বলে জানান ওয়াহাব। তিনি মনে করেন, দলের বেশিরভাগ ক্রিকেটার আরব আমিরাতে খেলে অভ্যস্থ। সেখানকার উইকেটে নিয়মিত খেলেছে। তাই ওয়াহাবের মতে শিরোপা জয়ের অন্যতম প্রধান দাবিদার পাকিস্তান।

“আরব আমিরাতে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। এখানেই আমরা এগিয়ে। আমি বিশ্বাস করি পাকিস্তানের চ্যাম্পিয়ন হবার খুব ভাল সুযোগ রয়েছে। পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতে প্রচুর খেলেছে, এবং এটি তাদের জেতার জন্য খুব ভাল সুযোগ। কীভাবে খেলতে হবে সেখানকার কন্ডিশনে সেটা ছেলেদের ভালো জানা আছে।”

আরও পড়ুন ::

Back to top button