রাজ্য

কিছুটা স্বস্তি, কমল রাজ্যের দৈনিক সংক্রমণ-মৃত্যু

West Bengal Corona Update : কিছুটা স্বস্তি, কমল রাজ্যের দৈনিক সংক্রমণ-মৃত্যু - West Bengal News 24

টানা কয়েকদিন বাদে মিলল স্বস্তি। আগের দিনের তুলনায় রাজ্যে সামান্য হলেও কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘন্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৩ জন। আর মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ৮ জন।

মহানগরী কলকাতার করোনা পরিস্থিতি অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কল্লোলিনী তিলোত্তমা। একদিনে মহানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। প্রাণ হারিয়েছেন একজন। যার ফলে করোনায় মৃতের সংখ্যা পাঁচ হাজারের গণ্ডি ছুঁইছুঁই করছে।

শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৩ হাজার ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৬৮ লক্ষ ৫৮ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও ৭০৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

আরো পড়ুন : ‘যাঁরা আসল দুধ খায়নি, তাঁরা সোনা পাবে কী করে?’ গরু-তে এখনও অনড় দিলীপ ঘোষ

যার ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৭ হাজার ২৩৭ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৬২ শতাংশে। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুর হারও আগের দিনের তুলনায় হ্রাস পেয়েছে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও প্রাণ হারিয়েছেন ৮ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৪১০ জন।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭১৯ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ১৮ হাজার ৬৮৪ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ২২ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ২৪টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ হাজার ১৪৩ জনে।’

আরো পড়ুন : বড় খবর : মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি ! অধ্যাপকের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের

কলকাতার করোনা পরিস্থিতি অবশ্য উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় মহানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। এ নিয়ে টানা দু’দিন আক্রান্তের সংখ্যা শ’য়ের গণ্ডি পার করল। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন একজন। যার ফলে শহরে মৃতের সংখ্যা পাঁচ হাজারের গণ্ডি ছুঁইছুঁই করছে। এদিন সন্ধ্যা পর্যন্ত মহানগরীতে মারণ ভাইরাসের বলি হয়েছেন ৪,৯৯৯ জন।

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button