ক্রিকেট

সিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড রাসেলের

Andre Russell : সিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড রাসেলের - West Bengal News 24

আন্দ্রে রাসেলের ব্যাট হাসলে সেদিন আর রক্ষা নাই কারো। ১৮ ওভার শেষে রাসেলের রান ছিল মাত্র ১। বাকি দুই ওভারে যা করলেন সেটা যেন চিন্তারও বাইরে। একের পর এক বল বাউন্ডারি পার করে করলেন দ্রুততম ফিফটির রেকর্ড। মাত্র ১৪ বলে করেছন অর্ধশতক।

চলতি আসরের তৃতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছে জ্যামাইকা তালাওয়াশ ও সেন্ট লুসিয়া কিংস। আগে ব্যাট করতে নেমে বিধ্বংসী ইনিংস খেলে রাসেল দলকে এনে দেন ২৫৫ রান!

সিপিএলে এটি অবশ্য দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। এর আগে ২০১৯ সালের আসরে সর্বোচ্চ ২৬৭ রানের রেকর্ড করে ত্রিনবাগো নাইট রাইডার্স।

আরো পড়ুন : টেবিল টেনিসে রুপো নিশ্চিত, ইতিহাস লিখে সোনার লক্ষ্যে ঝাঁপাবেন ভারতের ভাবিনা

১৯তম ওভারে রাসেল সেন্ট লুসিয়ার পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজকে মারেন চারটি ছক্কা ও একটি চার। এরপর শেষ ওভারে সমান দুটি করে ছক্কা ও চার মারেন স্বদেশী পেসার ওবেড ম্যাককয়কে। ইনিংসের শেষ দুই বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে করেন সিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড (৬ ছক্কা ও ৩ চারে ১৪ বলে ৫০)।

এর আগে ২০১৯ সালে সিপিএলে জেপি ডুমিনির ১৫ বলে করা ফিফটি এতদিন রেকর্ড ছিল এই টুর্নামেন্টের।

আরও পড়ুন ::

Back to top button