রাজ্য

শহরে ভ্যাকসিনের কালোবাজারি রুখতে কোমর বেঁধে নামল ইডি, শুরু কড়া নজরদারি

শহরে ভ্যাকসিনের কালোবাজারি রুখতে কোমর বেঁধে নামল ইডি, শুরু কড়া নজরদারি - West Bengal News 24

ভুয়ো ভ্যাকসিন (vaccine) কাণ্ডে কোমর বেঁধে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি (ED)। সারা শহর জুড়ে তারা কড়া নজরদারি শুরু করেছে। চলছে তল্লাশি অভিযান।

কসবার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পে নকল আইএএস দেবাঞ্জন দেবের কাণ্ড জানাজানি হওয়ার পর থেকেই ভ্যাকসিন নিয়ে ফাঁপড়ে পড়েছেন সাধারণ মানুষ।

শহরের নানা প্রান্তে, জেলায় জেলায় সরকারি এবং বেসরকারি উদ্যোগে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিন্তু কসবার কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকেই ভ্যাকসিন আদৌ সঠিক কিনা তা নিয়ে দ্বিধাগ্রস্ত মানুষ। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আদালতে মামলা দায়ের হয়েছে।

আরো পড়ুন : ‘শিক্ষারত্ন’ সম্মান পাচ্ছেন ঝাড়গ্রাম জেলার তিন শিক্ষাব্রতী

জানা গেছে ইডির আধিকারিকরা কলকাতায় কার্যত চিরুনি তল্লাশি শুরু করেছেন। জায়গায় জায়গায় ভ্যাকসিন ক্যাম্পে ঢুঁ মারছেন তাঁরা। খতিয়ে দেখছেন ক্যাম্পের কাজ।

শহরের মোট ১০টি টিকাকরণ কেন্দ্রে ইডি তল্লাশি চালিয়েছে বলে খবর। ভুয়ো ভ্যাকসিন এবং ভ্যাকসিনের কালোবাজারি রুখতেই এই পদক্ষেপ।

সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button