রাজনীতিরাজ্য

‘মুকুলকে অসুস্থ সাজিয়ে রাখা হয়েছে’, বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari on Mukul Roy : ‘মুকুলকে অসুস্থ সাজিয়ে রাখা হয়েছে’, বিস্ফোরক শুভেন্দু - West Bengal News 24

মুকুল রায় গিয়েছেন আগেই। তার পর সেই পথে পা বাড়িয়েছেন আরও দু’‌জন। বিধানসভা নির্বাচনে জেতার পর বিজেপি ছেড়ে তন্ময় ঘোষ এবং বিশ্বজিত্‍ দাস যোগ দিয়েছেন তৃণমূলে। আর এতেই চাপে বিজেপি। নড়েচড়ে বসেছেন বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তীব্র ভাষায় কটাক্ষ করলেন পথ প্রদর্শক মুকুলকে। বললেন, ওঁকে ইচ্ছাকৃত অসুস্থ সাজিয়ে রেখেছে তৃণমূল।

এদিন এই দল বদল প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু বললেন, ‘‌যাঁরা বিধায়ক হওয়ার পরে দলবদল করছেন, তাঁরা ছাড় পাবেন না। আইনগত ব্যবস্থা হবে। আর একটা নির্বাচন পর্যন্ত মামলা চলতেই থাকবে, এটাও চলবে না।’ পাশাপাশি ছাড়ালেন না মুকুলকেও।

বললেন, ‘মুকুল রায়কে অসুস্থ সাজিয়ে রাখা হয়েছে। পাবলিক অ্যাকান্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ নিয়ে এত বিতর্ক। তার পরেও কমিটির বৈঠকে মুকুলবাবু থাকছেন না। কাজ চালাচ্ছেন ওই কমিটির সদস্য তৃণমূল বিধায়ক তাপস রায়।’

আরো পড়ুন : ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার

সপ্তাহ কয়েক আগে নিজের বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগরে গিয়ে মুকুল রায় বলেছিলেন, সেখানে আবার নির্বাচন হলে জিতবে বিজেপি। হারবে তৃণমূল। নিজের ভুল বুঝে মুকুল পরে বলেন, ‘‌এটা বলা ঠিক হয়নি’‌। তখন থেকেই তৃণমূলের একাংশ বলতে শুরু করেন, মুকুল রায়ের শরীর খারাপ। একই দাবি করেন তাঁর ছেলে শুভ্রাংশু।

শুভেন্দু অবশ্য এসব যুক্তি মানতে চাননি। বলছেন, সবই সাজানো। বুধবার শুভেন্দু বললেন, ‘‌দলত্যাগ বিরোধী আইন বাংলায় গত ১০ বছরে কার্যকর হয়নি। মুকুল রায়ের ঘটনায় আমরা যে পদক্ষেপ করেছি, তাতে আমরা সফল হবই। আইনি লড়াইয়ে কোন পথে আমরা এগিয়ে যাব, তার দায়িত্ব দল আমায় দিয়েছে। পদত্যাগ না করে দলত্যাগ চলবে না। আমি আইনি বিষয়টা দেখব। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কী কী করতে হয়, তা নিয়ে আমি আইনজীবীদের সঙ্গে কথা বলব।’‌

মুকুল প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষও। এদিন বললেন, ‘‌মুকুল রায়ের মতো নেতাকে প্রথমবার নির্বাচনে জেতার সুযোগ আমরা তৈরি করে দিয়েছি। কিন্তু তিনি পরে যা করেছেন, তাতে রাজনীতিকদের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে গিয়েছে। আমরা ভরসা করে ভুল করেছিলাম।’‌

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button