রাজ্য

নিয়ন্ত্রণে থাকলেও করোনা সংক্রমণে ক্রমশ চিন্তা বাড়াচ্ছে কলকাতা! একদিনে প্রাণ হারিয়েছেন ১৩ জন

West Bengal Corona Update : নিয়ন্ত্রণে থাকলেও করোনা সংক্রমণে ক্রমশ চিন্তা বাড়াচ্ছে কলকাতা! একদিনে প্রাণ হারিয়েছেন ১৩ জন - West Bengal News 24

উদ্বেগ আর স্বস্তি যেন পাশাপাশি হাত ধরাধরি করে হাঁটছে। রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় বাড়লেও কমেছে সংক্রমণ হার। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৫ জন। আগের দিন নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৬৭৯ জন। দৈনিক আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে। মারণ ভাইরাসের ছোবলে একদিনে প্রাণ হারিয়েছেন ১৩ জন। তবে কিছুটা স্বস্তি দিয়েছে সংক্রমণের হার। রাজ্যে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৩ শতাংশে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ৪০ হাজার ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৭০ লক্ষ ৭৯ হাজার ৪২১।

আরো পড়ুন : শুভেন্দু অধিকারী ‘মেরুদণ্ডহীন’: কুণাল ঘোষ

নয়া নমুনা পরীক্ষায় আরও ৬৯৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ১৫ লক্ষের গণ্ডি ছুঁইছুঁই করছে। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৪৯ হাজার ৯৭৮ জন। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১৩ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৪৭২ জন।’

তবে দৈনিক সংক্রমণ ও মৃত্যু উদ্বেগ বাড়ালেও আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘রাজ্যে গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৪৯ জন। এ নিয়ে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ২২ হাজার ৭৭২ জনে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ২৪ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৬৭টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩৪ জনে।’

কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে। দুই জেলাতেই গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা শতাধিক। কলকাতায় নতুন করে ১২২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আর উত্তর ২৪ পরগনায় ১০২ জন আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে তৃতীয়স্থানে রয়েছে হাওড়া জেলা। গঙ্গার তীরবর্তী জেলায় একদিনেই মারণ ভাইরাসের থাবায় কাবু হয়েছেন ৫৪ জন।

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button