নদীয়া

জমি নিয়ে বিবাদ! মা ও স্ত্রীর সামনে পিটিয়ে খুন করল প্রতিবেশী দুই ব্যাক্তি

জমি নিয়ে বিবাদ! মা ও স্ত্রীর সামনে পিটিয়ে খুন করল প্রতিবেশী দুই ব্যাক্তি - West Bengal News 24

জমির বিবাদ নিয়ে বৃদ্ধা মা ও স্ত্রীর সামনে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী দুই ব্যাক্তির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক পায়রাডাঙা ঘাটিঘাছা এলাকায়।প্রতিবেশী এবং পরিবার সুত্রের খবর কল্যান দাস ও বংকিম দাস দুই জন তাদের জমির মধ্যে তার প্রতিবেশী শ্যামল দাসের বাড়ির ময়লা আবর্জনাকে কেন্দ্র করে।গত ১ লা সেপ্টেম্বর বুধবার দুপুরে শ্যামল দাসের পরিবারের সাথে কল্যান দাসের ঝামেলা চরম পর্জায়ে ওঠে।

এরপর শ্যামল দাস বাড়িতে দুপুরে ভাত খেতে বসার সময় অচমকা প্রতিবেশী কল্যান ও তার সহজোগী বংকিম দাস তার উপর চড়াও হয়।বেধরক মারধর করা হয় শ্যামল দাসকে এমনকি লাঠি রড দিয়ে শ্যামলের মাথায় আঘাত করলে তাকে স্থানীয়রা উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসে।এর পর গতকাল হাসপাতাল থেকে পরিবারের লোকজন ছুটি করে নিয়ে যাবার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।

আরো পড়ুন : সুস্থ হচ্ছে বাংলা, এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক সংক্রমণ

ফের আবার তার দেহ রানাঘাট হাসপাতালে নিয়ে এলে চিকিসক তাকে মৃত বলে ঘোষনা করে।এরপর খবর মৃতের পরিবারে পৌছান মাত্র কান্নায় ভেংগে পড়ে তারা।ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়।মৃতের পরিবারের লোকজন রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

পুলিশের উপর ভরসা রেখে দোষীদের উপজুক্ত শাস্তির দাবী তোলে শ্যামল দাসের পরিবারের সকলে।প্রসংগত মাত্র ৭ মাস আগে শ্যামল দাসের বিয়ে হয়।পরিবারের একমাত্র উপার্জনশীল শ্যামল টোটো চালিয়ে সংসার চালান।বৃদ্ধা মায়ের সামনে ছেলের মৃত্যুতে গভীর শোকাহত পরিবার।শ্যামলের বাবা আগেই মারা গেছেন বড় ভাই মারা গেছেন।তাই পরিবারের একমাত্র রোজগেরে তিনি।প্রশাসনের উপর একমাত্র ভরসা রেখে দোষীদের বিচারের আশায় পথ চেয়ে পরিবার।

আরও পড়ুন ::

Back to top button