বিচিত্রতা

দুই ডোজ টিকা নিলেই কেনা যাবে মদ

দুই ডোজ টিকা নিলেই কেনা যাবে মদ - West Bengal News 24

মদ কিনতে গেলে নিতে হবে করোনাভাইরাসের দুই ডোজ টিকা। অন্যথায় মিলবে না মদ। অর্থাৎ করোনার টিকাকরণ সম্পূর্ণ হলে তবেই কেনা যাবে মদ। এটি নীলগিরির বর্তমান আইন।

সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে তামিলনাড়ুর নীলগিরি জেলার প্রশাসন। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। জেলার সমস্ত প্রাপ্তবয়স্ককে টিকাকরণের আওতায় আনতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক।

আরও পড়ুন : লাল ঢ্যাঁড়শ ফলিয়ে ‘বিখ্যাত’ কৃষক, কেজি ৮০০ টাকা

চলতি মাসের ১ সেপ্টেম্বর হতে নীলগিরি জেলায় এই নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জে ইনোসেন্ট দিব্যা। মদ কেনার জন্য কোভিড টিকার সার্টিফিকেট দেখানো নিয়ে জেলা প্রশাসক জে ইনোসেন্ট দিব্যা বলেছেন।

‘টিকা পাওয়ার যোগ্যদের মধ্যে ৯৭ শতাংশকে টিকা দেওয়া হয়ে গেছে। বাড়ি বাড়ি গিয়েও টিকা দেওয়া হয়েছে। তবে কিছু কিছু মদ্যপ টিকা নিতে অস্বীকার করেছেন। তাদের দাবি হলো, টিকা নিলে দু’তিন দিন মদ খাওয়া যাবে না। তাই তারা টিকা নেবেন না। এই রকম কিছু মানুষের জন্যই আমরা ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যে পৌঁছাতেই পারিনি। সে জন্যই এ রকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

তিনি আরো বলেন, কমপক্ষে একটি টিকা নেয়া থাকলেও মদ কেনা যাবে।

আরও পড়ুন ::

Back to top button