রাজ্য

বাম-কংগ্রেস জোট প্রার্থীদের প্রচারে যেতে নারাজ অধীর চৌধুরী

Adhir Ranjan Chowdhury : বাম-কংগ্রেস জোট প্রার্থীদের প্রচারে যেতে নারাজ অধীর চৌধুরী - West Bengal News 24

কোভিড বিধি-নিষেধ মেনে নির্বাচন কমিশনের নির্দেশে আগামী ৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদের দুটি কেন্দ্রে এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে হতে চলেছে নির্বাচন। কিন্তু তিনটি কেন্দ্রের কোথাও নিজেদের দলের প্রার্থী না থাকায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বাম-কংগ্রেস জোট প্রার্থীদের হয়েও কোনও কেন্দ্রে প্রচারে যাচ্ছেন না। আজ বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

সম্প্রতি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জেদুর রহমান জানিয়েছেন তিনি আসন্ন নির্বাচনে লড়াই করতে ইচ্ছুক নন। তারপরই কংগ্রেসকে ঘোষণা করতে হয়েছে ওই কেন্দ্রে তারা জোটের প্রার্থী হিসেবে মোদাস্সর হোসেনকে সমর্থন করবে। জঙ্গিপুর এবং ভবানীপুর কেন্দ্রেও লড়ছেন বাম প্রার্থীরা।

অধীর চৌধুরীর কথায়, ‘এখনও আমাকে জোটের তরফ থেকে কেউ ভোট প্রচারে যেতে বলেননি। তার ফলে আমি ভোট প্রচারে যাব কিনা জানি না। যেখানে নিজের দলের প্রার্থীর হয়ে ভোট প্রচার করতে পারছি না, সেখানে জোটের প্রার্থীর হয়ে প্রচারে যাব বলে আমার মনে হয় না।’

আরও পড়ুন : গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত ৭৫৩ জন, মৃত ১৪

তিনি আরও বলেন, ‘যেখানে আমাদের দলের কোনও প্রার্থী নেই সেখানে ভোট প্রচারে যাওয়ার কোনও ইচ্ছা আমার নেই। সেখানকার স্থানীয় নেতৃত্ব ঠিক করবে তারা কিভাবে প্রচার করবে।’

প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা নির্বাচনে জোট প্রার্থীদের সমর্থনে সারা রাজ্য জুড়ে প্রচারে নামতে দেখা গেছিল বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। কিন্তু এবার ঘটল ছন্দপতন। মমতা-সোনিয়া বৈঠকের পর কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসতেই অধীর চৌধুরী ঘোষণা করেছিলেন তিনি চান না ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কংগ্রেসের কেউ প্রার্থী হোক।

প্রদেশ কংগ্রেসের অন্য কিছু নেতা বিরুদ্ধ মত পোষণ করলেও শেষ পর্যন্ত এআইসিসি অধীরবাবুর সিদ্ধান্তে সিলমোহর দিয়ে জানায় কংগ্রেস ভবানীপুরে কেন্দ্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দেবে না।

ভবানীপুরে কেন্দ্রের ভোট প্রচার নিয়ে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘কোনও কেন্দ্রে কংগ্রেস কর্মীরা এমন কোনও আচরণ করবে না যাতে বিজেপি সুবিধা পায়। তারা স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেবে কি করবে।’

আরও পড়ুন : ‘আমি তোমাদেরই লোক’, ভবানীপুরের জন্য মনোনয়নের পর পোস্ট মমতার

এর পাশাপাশি অধীর চৌধুরী আরও বলেন, ‘আসন্ন নির্বাচনে মুর্শিদাবাদের দুটি আসনে বিজেপি গোহারা হারবে। আগেরবার ভাগ্যক্রমে দুটো আসন পেলেও এবার সব জায়গা বিজেপিশূন্য হবে।’

উল্লেখ্য, মুর্শিদাবাদে ২২ বিধানসভা আসনে মধ্যে যে ২০ আসনে নির্বাচন হয়েছে তাতে দুটি দখল করেছে বিজেপি।

বিজেপি-র মুর্শিদাবাদ জেলা (দক্ষিণ) সাংগঠনিক জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন, ‘মুর্শিদাবাদ জেলাতে সংগঠন করে বিজেপি দুটি আসন জিতেছে। এখনও আমাদের প্রার্থীরা মুর্শিদাবাদের দুই কেন্দ্রে ময়দান ছেড়ে চলে যায়নি। যে দল প্রার্থী দিতে পারে না তাদের নেতার মুখে বড় কথা মানায় না। উনি আগে বলুন কত টাকার বিনিময়ে মমতা ব্যানার্জির কাছে বিক্রি হয়েছেন।’

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button