রাজনীতিরাজ্য

ভবানীপুরে রেকর্ড মার্জিনে জিতুন ‘‌দিদি’‌, সাফল্য কামনায় নন্দীগ্রামে চলছে যজ্ঞ

ভবানীপুরে রেকর্ড মার্জিনে জিতুন ‘‌দিদি’‌, সাফল্য কামনায় নন্দীগ্রামে চলছে যজ্ঞ - West Bengal News 24

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েই ভবানীপুরে ফের প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ এ দিনই মুখ্যমন্ত্রী ভবানীপুরে উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন৷ আর মুখ্যমন্ত্রীর সাফল্য কামনায় এ দিন নন্দীগ্রামে বিশেষ পুজো দিলেন তৃণমূল কর্মীরা৷ বিশেষ প্রার্থনা হল নন্দীগ্রামের মসজিদেও৷

মু্্খ্যমন্ত্রী যাতে ভবানীপুর থেকে রেকর্ড ভোটে জয়ী হন সেই প্রার্থনা করেই এ দিন রেয়াপাড়ার শিব মন্দিরে দল বেঁধে পুজো দেন তৃণমূলকর্মীরা৷ গণেশ চতুর্থী হওয়ায় সিদ্ধিদাতার কাছে মুখ্যমন্ত্রীর সাফল্য কামনা করা হয়৷ ফুল, মিষ্টি হাতে নিয়ে এবং মুখ্যমন্ত্রীর সমর্থনে লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে মন্দিরে হাজির হন তৃণমূল কর্মীরা৷ হোম, যজ্ঞ সহযোগে আজ দিনভরই পুজো হওয়ার কথা৷

আরও পড়ুন : বাম-কংগ্রেস জোট প্রার্থীদের প্রচারে যেতে নারাজ অধীর চৌধুরী

এ দিনই ভবানীপুরে উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নিজেদের কেন্দ্র থেকে দলনেত্রীকে জিতিয়ে আনতে না পারায় এখনও হতাশ নন্দীগ্রামে তৃণমূলের নেতা, কর্মীরা৷ তাই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড জয় চাইছেন তাঁরা৷ মুখ্যমন্ত্রী অবশ্য ভবানীপুরে প্রচার শুরু করেও অভিযোগ করেছেন, নন্দীগ্রামে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে তাঁকে৷

নন্দীগ্রামের তুলনায় ভবানীপুরে মুখ্যমন্ত্রীর লড়াই অনেকটা সহজ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ নন্দীগ্রামে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন শুভেন্দু অধিকারী৷ সেখানে ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করেছে গেরুয়া শিবির৷ ধারে ও ভারে যিনি অনেকটাই পিছিয়ে থেকে শুরু করবেন৷

আরও পড়ুন : গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত ৭৫৩ জন, মৃত ১৪

অন্যদিকে সিপিএমের হয়ে ভবানীপুরে লড়বেন শ্রীজীব বিশ্বাস৷ আর কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থীই দেয়নি৷ ফলে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রীকে রেকর্ড ভোটে জিতিয়ে আনাই এখন তৃণমূলের লক্ষ্য৷ জয় নিশ্চিত ধরে নিয়ে যাতে দলীয় নেতা- কর্মীরা যাতে আত্মতুষ্ট না হয়ে পড়েন, সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন তৃণমূলনেত্রী৷

নন্দীগ্রামে এবং ভবানীপুরকে দুই বোন বলে ভোট প্রচারে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নন্দীগ্রামে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে, এবার ভবানীপুরে সুদে আসলে সেই হারের হতাশা উসুল করে নেওয়াই লক্ষ্য তৃণমূল নেতৃত্বের৷

সূত্র: নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button