হাওড়া

হাওড়া ব্রিজে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারল যাত্রীবোঝাই বাস, আহত বহু

Howrah Bridge Accident : হাওড়া ব্রিজে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারল যাত্রীবোঝাই বাস, আহত বহু - West Bengal News 24

সপ্তাহের প্রথম কাজের দিনে দুর্ঘটনা হাওড়া ব্রিজে (Howrah Bridge Accident) ৷ সোমবার সন্ধ্যায় বেসরকারি বাসের আঘাতে তুবড়ে যায় সেতুর রেলিং এবং একটি স্তম্ভের একাংশ ৷ ঘটনায় বেশ কয়েক জন আহত হলেও এখনও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় শিয়ালদা-হাওড়া রুটের ওই বেসরকারি বাসটি কলকাতা থেকে হাওড়া যাচ্ছিল ৷ সে সময় সেতুতে ওঠার পর পরই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা দেয় সেতুর রেলিঙে ৷

আরও পড়ুন : এ বার ইডি-র নজরে রাজ্যের মন্ত্রী, কয়লাকাণ্ডে মলয় ঘটককে তলব করল ইডি

ঘটনা জেরে তুবড়ে যায় সেতুর এক নম্বর পিলার বা স্তম্ভের বেশি কিছু অংশ ৷ কর্মব্যস্ত সন্ধ্যায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ বাসযাত্রী-সহ বেশ কয়েক জন আহত হন ৷ তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷

দুর্ঘটনার পর হাওড়া ব্রিজে কলকাতা থেকে হাওড়াগামী লেনে ব্যাপক যানজট দেখা দেয় ৷ বিপাকে পড়েন অফিসফেরত যাত্রীরা ৷

সুত্র : নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button