ত্রিপুরারাজনীতি

‘মানুষ ক্ষমা করবে না’, বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সুদীপ রায় বর্মন

Sudip Roy Barman criticizes Biplab Deb : ‘মানুষ ক্ষমা করবে না’, বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সুদীপ রায় বর্মন - West Bengal News 24

মন্ত্রিসভার রদবদল নিয়ে ক্ষোভ বাড়ছে সুদীপ রায় বর্মন শিবিরে। মন্ত্রিসভার সম্প্রসারণে সেই অর্থে সুদীপ রায় বর্মন শিবিরের কেউ নেই বললেই চলে, ফলে গেরুয়া শিবিরের অন্দরে বাড়ছে ক্ষোভ। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধ গোষ্ঠীর বিধায়করা ক্ষোভে ফুঁসছেন, এমনটাই খবর বিজেপি সূত্রে। সুদীপ রায় বর্মনের কথায়, ‘‌এভাবে চলতে থাকলে মানুষ ভাববে ত্রিপুরায় অরাজকতা চলছে, আইনশৃঙ্খলা বলে কিছু নেই।

এইভাবে অরাজকতা চলতে থাকলে মানুষ ক্ষমা করবে না এখানকার রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উচিত সবার নিরাপত্তা নিশ্চিত করা। ক্রিমিনালরা তো ক্রিমিনালই হয়। ক্রিমিনালদের বিরুদ্ধে প্রশাসন ও দলগত ভাবে ব্যবস্থা নেওয়া হোক। ত্রিপুরায় দেখছি বিরোধীদের উপর লাগাতার আক্রমণ হচ্ছে, আমার মনে হয় তা দলের শীর্ষ নেতৃত্বও পছন্দ করে না, সমর্থন করে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ থেকে সরে এলে মানুষ আমাদের ক্ষমা করবে না।’‌

আরও পড়ুন : দেশে বড় সন্ত্রাসী হামলার ছক বানচাল, দিল্লি পুলিশের জালে ৬ পাক মদতপুষ্ট জঙ্গি

রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায়, ত্রিপুরায় আইনশৃঙ্খলা নেই, অরাজকতা চলছে এইধরণের কথা প্রকাশ্যে বলে দলের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রকাশ্যে সুদীপ রায় বর্মন যেভাবে বিপ্লব দেবের সরকারের নিন্দা করছেন তাতে অস্বস্তি বাড়ছে বিজেপির।

তৃণমূলে যাচ্ছেন কিনা সেবিষয়ে হ্যাঁ বা না কিছুই বললেন না সুদীপ রায় বর্মন। তৃণমূলে যাওয়ার জল্পনা জিইয়ে রাখলেন সুদীপ রায় বর্মন। সুদীপ রায় বর্মনকে দলে নেওয়ার চেষ্টা করবে তৃণমূল। শেষপর্যন্ত সুদীপ রায় বর্মন তৃণমূলে যাবেন কিনা সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button