রাজ্য

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নিম্নমুখী কোভিড গ্রাফ, প্রাণ হারিয়েছেন ৭ জন

West Bengal Corona Update : গত ২৪ ঘণ্টায় রাজ্যে নিম্নমুখী কোভিড গ্রাফ, প্রাণ হারিয়েছেন ৭ জন - West Bengal News 24

সামান্য হলেও ফিরল স্বস্তি। রাজ্যে আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমেছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০৭ জন আর প্রাণ হারিয়েছেন ৭ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ত্‍ পজিটিভিটি রেটও হ্রাস পেয়েছে। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৭৮ শতাংশে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আরও ৩৯ হাজার ৬৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট ১ কোটি ৭৬ লক্ষ ২১ হাজার ১৯৫টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় আরও ৭০৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৫৯ হাজার ৫৬৭ জনে।’

আরও পড়ুন : ‘অজানা জ্বর ফেলে সরকারের নজর ভবানীপুরে’, কেন্দ্রের দ্বারস্থ শুভেন্দু

দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুর হার-ও আগের দিনের তুলনায় কমেছে। একদিনে ৫০ শতাংশ মৃত্যু কমেছে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ৭ জন। এ নিয়ে করোনার বলি হলেন ১৮ হাজার ৬২০ জন। সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায়। ওই জেলায় মারা গিয়েছেন ২ জন। কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে একজন করে প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭২৫ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ১৫ লক্ষ ৩২ হাজার ৯২২ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ২৯ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ২৫টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ২৫ জনে।’

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button