রাজনীতিরাজ্য

রাজ্যসভায় ‘খেলা’ দেখাতে অর্পিতাকে বড় পদ তৃণমূলের, হলেন রাজ্যের সাধারণ সম্পাদক

Arpita Ghosh : রাজ্যসভায় ‘খেলা’ দেখাতে অর্পিতাকে বড় পদ তৃণমূলের, হলেন রাজ্যের সাধারণ সম্পাদক - West Bengal News 24

অবশেষে ইচ্ছেপূরণ অর্পিতা ঘোষের। হঠাৎই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অর্পিতা ঘোষ। দলের সাংগঠনিক কাজে যোগদান করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অর্পিতা ঘোষ। আর এবার অর্পিতার ইচ্ছাকেই প্রাধান্য দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের সংগঠনে বন দায়িত্ব দেওয়া হল অর্পিতাকে। তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ পেলেন অর্পিতা ঘোষ।

প্রসঙ্গত, ২০১৪ লোকসভা ভোটে বালুরঘাট থেকে তৃণমূলের টিকিট পান অর্পিতা ঘোষ। তৃণমূলের টিকিটে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন অর্পিতা। ২০১৯ লোকসভা ভোটেও ফের বালুরঘাট থেকে ভোটে দাঁড়ান অর্পিতা ঘোষ। কিন্তু বিজেপির সুকান্ত মজুমদারের কাছে হেরে যান অর্পিতা ঘোষ। পরে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভায় পাঠানো হয় অর্পিতাকে।

আরও পড়ুন : ভোট শেষ, সংযুক্ত মোর্চাও শেষ: ইয়েচুরি

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন অর্পিতা। এই মর্মে চিঠিও লেখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে।

এ প্রসঙ্গে অর্পিতা বলেন, ‘‌আমি সংগঠনের কাজ করতে চাই। দলকে তা জানিয়েছিলাম। দল অবশেষে আমার কথা শুনেছে। দক্ষিণ দিনাজপুর জেলার কাজ করতে পারলে ভাল হয়। তবে দল যা দায়িত্ব দেবে তা অনুযায়ী আমি কাজ করব।’‌

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button