রাজনীতিরাজ্য

বাবুলে ‘চুপ’ দিলীপ, ‘বিশ্বাসঘাতক’ বলে বাবুলকে আক্রমণ শমীকের

বাবুলে ‘চুপ’ দিলীপ, ‘বিশ্বাসঘাতক’ বলে বাবুলকে আক্রমণ শমীকের - West Bengal News 24

শনিবার দুপুরে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন। আর বিকেলেই রাজ্য বিজেপি বলল, বাবুল বিশ্বাসঘাতকতার কাজ করেছেন। একই সঙ্গে রাজ্য বিজেপি-র প্রশ্ন, আগেই সাংসদ পদ ছেড়ে দলবদল করলেন না কেন?

বাবুল দলবদল করার পরে পরেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আমি কিছু বলব না। যা বলার দিল্লি বলবে। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে বলবেন।’’ সেই মতো বিকেলে শমীক বলেন, ‘‘বাবুল কেন গিয়েছেন বলতে পারব না। তবে তিনি বিশ্বাসঘাতকতা ও তঞ্চকতা করেছেন। তবে এটাও ঠিক যে, আগামী দিনে আসানসোলে উপনির্বাচন হলে বিজেপি-র প্রার্থীই জিতবেন ওই কেন্দ্র থেকে।’’

আরও পড়ুন : ‘গদি না পেলেই অন্য দলে যোগদান সম্পূর্ণভাবে অনৈতিক’, বাবুলকে তোপ রাহুলের

বাবুলের দলত্যাগের সম্ভাবনা কি আঁচ করতে পেরেছিল বিজেপি? এমন প্রশ্নের জবাবে শমীক বলেন, ‘‘দল সকলের উপরে ভরসা রাখে, বিশ্বাস করে। কাউকে নিয়ে সন্দেহ করা দলের কাজ নয়।’’ এ বার কি গায়ক, অভিনেতাদের মধ্য থেকে আসা মানুষদের বাবুলের মতো ভোটে জিতিয়ে মন্ত্রী করবে? শমীক বলেন, ‘‘সমাজের সব স্তর থেকেই মানুষ আসবেন। তাঁদের সব সময় স্বাগত।’’

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল-সহ বিভিন্ন দল থেকে অনেকেই বিজেপি-তে এসেছিলেন। সেই সময়ে তাঁদের স্বাগত জানালেও বাবুলের দলবদলে নিন্দা কেন? এই প্রশ্নের উত্তরে শমীক বলেন, ‘‘বাবুল স্বেচ্ছায় বিজেপি-তে এসেছিলেন। বিজেপি কাউকেই জোর করে দলে আনেনি। কাউকে ভাঙিয়েও আনেনি। অনেকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হবে বুঝতে পেরে এসেছিলেন। আমরা কাউকে ভাঙিয়ে আনিনি।’’

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button