রাজনীতিরাজ্য

দেখা হলে ‘দিলীপদাকে একটা বর্ণপরিচয় উপহার দেব’, কটাক্ষ বাবুলের

Babul Vs Dilip : দেখা হলে ‘দিলীপদাকে একটা বর্ণপরিচয় উপহার দেব’, কটাক্ষ বাবুলের - West Bengal News 24

শনিবার ঘাসফুল শিবিরে যোগদানের পর রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। আর এদিনই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বাবুল। তিনি বলেন, ‘কিছু বাংলা আছে, যেটা কিনা দিলীপ দা’র বাংলা। উনি আজকেও আমাকে নিয়ে অনেক কিছু বলেছেন।

ওনাকে আমি বিদ্যাসাগরের একটা বর্ণপরিচয় উপহার দেব। যাতে বাংলা ভাষাতেই উনি কথা বলেন। বাংলা ভাষাকে যাতে উনি কলঙ্কিত বা কলুষিত না করেন। আমি ওনার বক্তব্য পড়িনি। কিন্তু কিছু কটাক্ষ করেছেন, কিছু ভাষা বলেছেন সেটা আমি জানি।’

আরও পড়ুন : ‘বোনের বিরুদ্ধে প্রচার করবে না…’, ভবানীপুরে বাবুল ধাক্কা সামলাতে মরিয়া প্রিয়াঙ্কা

প্রসঙ্গত, রবিবাসরীয় সকালে ভবানীপুরে প্রচারে বের হন দিলীপ ঘোষ। সেখানেই তিনি বলেন, ‘বাবুলের দল ছেড়ে তৃণমূলে যাওয়ার ঘটনায় বিজেপির কোনও ক্ষতি হবে না। গতকাল বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাঁর দলবল নিয়ে আগাম কোনও খবর ছিল না দলের কাছে। উনি রাজনীতিক নন, পলিটিক্যাল ট্যুরিস্ট। দলের কোনও ধাক্কা লাগেনি। যাঁরা ধাক্কা খাচ্ছে, তাঁরা সরে যাচ্ছে।’

উল্লেখ্য, বিজেপিতে থাকাকালীন বাবুল এবং দিলীপ ঘোষের সঙ্গে একাধিকবার বচসা প্রকাশ্যে এসেছে। দলের মধ্যে থেকে দু’জনেই একে অপরের দিকে বিভিন্ন সময়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। আর এখন বাবুল ঘাসফুলে। তৃণমূলে যোগদানের পর বিজেপির কোনও নেতাদের তেমনভাবে কিছু না বললেও এদিন দিলীপ ঘোষকে কার্যত কটাক্ষের সুরে বিঁধলেন সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button