রাজ্য

ফের তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ! শনিবার রাত থেকেই নামবে বৃষ্টি

west bengal weather forecast : ফের তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ! শনিবার রাত থেকেই নামবে বৃষ্টি - West Bengal News 24

পুজোর আগে ধেয়ে আসছে একের পর এক নিম্নচাপ। একটা যেতে না যেতেই হাজির হয়ে যাচ্ছে আর একটা। ফের আরও একটা নিম্নচাপ এসে হয়েছে হাজির। আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস বৃষ্টির হাত থেকে আপাতত রেহাই মিলবে না। কারণ, মায়ানমারের কাছে থাকা ঘূর্ণাবর্তটি উত্তর-পূর্ব ও লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে সরে আসছে।

শুক্রবারই তা নিম্নচাপের চেহারা নেবে। সেই নিম্নচাপ উপকূলের দিকে এগিয়ে আসায় শনিবার রাত থেকেই ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাংশে আবার জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : পেগাসাস তদন্তে সুপ্রিম কোর্টের বিশেষজ্ঞ কমিটি গড়ার মন্তব্য কে স্বাগত জানাল স্বরাজ ইন্ডিয়া

শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই রোদের দেখা মিলেছে। কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই ওড়িশার দিকে এগিয়ে আসছে। এর গতিপথ ওড়িশার দিকে হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়বে। তবে ওই নিম্নচাপের জেরে বৃষ্টি হলেও প্রবল ঝড় বা বড় বিপর্যয়ের আশঙ্কা কম।

তবে কলকাতা-সহ দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আসন্ন দুর্যোগ নিয়ে সব জেলার সঙ্গে সমন্বয় রাখছে রাজ্য সরকার। পূর্বাভাস মাথায় রেখে বাড়তি প্রস্তুতি নিতে বলা হয়েছে জেলা প্রশাসনগুলিকে।

সূত্রঃ আজকাল

আরও পড়ুন ::

Back to top button