আন্তর্জাতিক

ককপিটে ঢুকে বিমানকর্মীর গলা চেপে ধরলেন যাত্রী

ককপিটে ঢুকে বিমানকর্মীর গলা চেপে ধরলেন যাত্রী - West Bengal News 24

ককপিটে ঢুকে বিমানকর্মীর গলা চেপে ধরার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার বোস্টন থেকে সান জুয়ানগামী ব্লুজেটের একটি বিমানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

এফবিআই জানায়, খলিল আল ধর নামে ওই ব্যক্তি ফোন করতে না পেরে ক্ষেপে যান। বিমান অবতরণের মাত্র ৪৫ মিনিট আগে তিনি উত্তেজিত হয়ে বিমানের ককপিটে ঢুকে চিৎকার করতে থাকেন।

আরও পড়ুন : সৌদিতে ভিক্ষা করলে ১ বছর জেল, জরিমানা ২৩ লাখ

এসময় তিনি এক বিমানকর্মীর গলা চেপে ধরেন বলে এফবিআই জানিয়েছে।

এফবিআইয়ের স্পেশাল এজেন্ট উইলিয়াম লোপাজ জানান, খলিল ওই বিমানকর্মীর গলা এতো জোরে চেপে ধরেছিলেন যে তিনি শ্বাস নিতে পারছিলেন না। পরে অন্য বিমানকর্মীরা খলিলকে জোর সরিয়ে নেয়।

পরে সাতজন বিমানকর্মী খলিলকে তার সিটে বেঁধে রাখেন। বিমান নিরাপদে অবতরণ করার পর তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন ::

Back to top button