রাজনীতিরাজ্য

‘‌প্রাণ সংশয় ছিল আমার, পিছিয়ে দেওয়া হোক ভবানীপুরের ভোট’‌: দিলীপ ঘোষ

Dilip Ghosh : ‘‌প্রাণ সংশয় ছিল আমার, পিছিয়ে দেওয়া হোক ভবানীপুরের ভোট’‌: দিলীপ ঘোষ - West Bengal News 24

ভবানীপুরে বিজেপির ভোট প্রচারে তুমুল উত্তেজনা। ভবানীপুরে যদুবাবুর বাজারে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-‌সমর্থকরা। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে এদিন শেষবেলার প্রচারে আসেন দিলীপ ঘোষ। সেইসময়ই দিলীপ ঘোষের সঙ্গে থাকা বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী-‌সমর্থকরা। খবর পেয়েই যদুবাবুর বাজারে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং দীনেশ ত্রিবেদী।

আরও পড়ুন : কোন ‘শর্তে’ বিরোধী দলনেতার পদ ছাড়বেন শুভেন্দু? ভবানীপুরের প্রচার মঞ্চ থেকে ‘ফাঁস’ করলেন সেই তথ্য

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, ‘‌ভবানীপুরে উপনির্বাচন হলে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্ভব নয়। ভবানীপুরে ভোটগ্রহণ স্থগিত রাখা হোক। নির্বাচন কমিশনেও এ কথা জানাচ্ছি। তৃণমূল কর্মী-‌সমর্থকরা আমাদের প্রচারে বাধা দেয়। তৃণমূল কর্মীদের আক্রমণে আমাদের এক কর্মীর মাথা ফেটে যায়। আমাকেও ধাক্কা দেওয়া হয়। তৃণমূল কর্মীদের বলছি, তৃণমূল কর্মীদের গলায় পা তুলে দেব, আমি হিজড়া নই।’‌

দিলীপ ঘোষ আরও জানান, ‘‌প্রাণ সংশয় ছিল আমার। ভবানীপুরে যদু বাবুর বাজারে প্রচারে গেলে আমাকে চার দিক দিয়ে ঘিরে আক্রমণ করা হয়। বাধ্য হয়ে ভয় দেখাতে আমার নিরাপত্তারক্ষীরা বন্দুক বার করেন। ভবানীপুরে আজ আমাদের সাংসদ অর্জুন সিংহ প্রচারে গেলে তাঁকেও গো ব্যাক স্লোগান দেওয়া হয়। অর্জুন সিংকে ওই জায়গা থেকে নিরাপত্তারক্ষীরা বার করে নিয়ে যেতে বাধ্য হন। এর আগে প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকেও আক্রমণ করা হয়েছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও বাধা দেওয়া হয়েছে।’‌

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button