বলিউড

১২ ঘণ্টার জেরায় আরিয়ানকে নিয়ে যা জানালেন শাহরুখের ড্রাইভার

Aryan Khan Drug Case : ১২ ঘণ্টার জেরায় আরিয়ানকে নিয়ে যা জানালেন শাহরুখের ড্রাইভার - West Bengal News 24

গত ২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলে একটি প্রমোদতরী থেকে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানসহ ৮ জনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে আরিয়ানসহ চার জনকে গ্রেফতার করা হয়। এখনও জামিন পাননি আরিয়ান।

এদিকে আরিয়ান খানের মাদক মামলায় নতুন এক তথ্য উঠে এসেছে। এনসিবির জিজ্ঞাসাবাদে শাহরুখ খানের ড্রাইভার স্বীকার করেছেন, ওইদিন আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টকে ক্রুজ টার্মিনালে নামিয়ে দিয়ে এসেছিলেন তিনি। শনিবার শাহরুখের ড্রাইভারকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এনসিবি কর্মকর্তারা। তার জবানবন্দি রেকর্ডও করা হয়েছে।

সূত্রের খবর, শাহরুখের ড্রাইভারের বক্তব্য আদালতে পেশ করবে এনসিবি। এমনকি তার জামিনের আবেদনের বিরোধিতা করা হবে বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন : ক্যান্সার জয় করে কাজে ফিরলেন কিরণ খের

তদন্তে আরও জানা গেছে, আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, প্রতীক গাওয়ার সঙ্গে আরও একজন সে দিন মান্নত থেকে একই সঙ্গে গাড়িতে করে বেরিয়েছিল। এমনকি ক্রুজ পার্টির কিছুদিন আগে তাদের মধ্যে ড্রাগস নিয়ে কথাও হয়েছিল, আর সেই বিষয়ে এনসিবির কাছে প্রমাণ আছে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, শাহরুখ পুত্রের ক্রুজ ড্রাগস মামলায় উঠে আসছে নিত্যনতুন তথ্য। বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন এনসিবি কর্মকর্তারা। শনিবার (৯ অক্টোবর) রাতেও বেশকিছু জায়গায় তল্লাশি চালিয়েছে এনসিবি, যাতে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও অংশ নিয়েছিলেন। এছাড়া গোড়েগাঁও এলাকাতেও চালানো হয় তল্লাশি অভিযান, হেফাজতে নেওয়া হয়েছে বেশ কয়েকজনকে।

ড্রাগস মামলায় গত ৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার জেলে রয়েছেন আরিয়ান খান।

আরও পড়ুন ::

Back to top button