রাজ্য

উত্‍সবের মরশুমে স্বস্তি, গত ২৪ ঘণ্টায় রাজ্যে অনেকটা কমল সংক্রমণ

corona update in west bengal : উত্‍সবের মরশুমে স্বস্তি, গত ২৪ ঘণ্টায় রাজ্যে অনেকটা কমল সংক্রমণ - West Bengal News 24

কোভিড বিধি মেনে পুজোর (Durga Puja 2021) আয়োজন হলেও রাস্তায় মানুষের ঢল। ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে সামান্য হলেও স্বস্তি দিল গত ২৪ ঘণ্টার রাজ্যের কোভিড গ্রাফ। একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৫৩০ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১০২ জন কলকাতার (Kolkata)। অর্থাত্‍ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ৯৭ জন। অর্থাত্‍ নিম্নমুখী ওই জেলার গ্রাফও।

আরও পড়ুন : আগামী ৬ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা আবহাওয়া দফতরের

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে সেখানকার ৬০ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৪১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ২. ৯৩ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৭৯,০১২।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১০ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া। একদিনে করোনার বলি সেখানকার ২ জন। স্বাভাবিকভাবেই তা চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৯৪৫ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬০১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৫২,৪৯১। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

সুত্র : সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button