ক্রিকেট

রবি শাস্ত্রীর পরে ২০২৩ পর্যন্ত টিম ইন্ডিয়ার কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়

Rahul Dravid New Head Coach of Team India : রবি শাস্ত্রীর পরে ২০২৩ পর্যন্ত টিম ইন্ডিয়ার কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় - West Bengal News 24

আইপিএল শেষ হতে না হতেই (The conclusion of IPL 2021) ভারতীয় ক্রিকেট দলের জন্য বড় খবর ভারতীয় সিনিয়র দলের হেড কোচ (The Head Coach of Indian Cricket Team is Rahul Dravid, selected by BCCI) হচ্ছেন প্রাক্তন তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড় ৷

বেশ কিছুদিন ধরেই একটা জল্পনা চলছিল যে কে হবে ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ (Who will be the next Head Coach of Indian Senior Cricket Team)? নানান নাম শুনতে পাওয়া গেলেও বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে সিলমোহর দেওয়া হয়েছে কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের নামে ৷

অনুর্ধ্ব ১৯ স্তরে সাফল্যের সঙ্গে কোচিং-এর দায়িত্ব সামলেছেন জ্যামি ৷ ময়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal), পৃথ্বী শ (Prthvi Shaw), ঋষভ পন্থের (Rishav Pant) মত নিজের হাতে গড়ে তুলেছেন ভারতীয় ক্রিকেট দ্য ওয়াল রাহুল দ্রাবিড় (The Wall of Indian Cricket is Rahul Dravid) ৷

সেই দ্রাবিড়ই এখন বিরাট-রোহিতদের হেড স্যার হচ্ছেন (Rahul Dravid is the next Head Coach of Senior Indian Cricket Team) ৷ একদিকে যখন দুবাইয়ে জমজমাট ফাইনাল চলছে ঠিক তখনই অন্যদিকে সৌরভ-জয় শাহ জুটি বেছে নিলেন ভারতীয় ক্রিকেটের জন্য রাহুল দ্রাবিড়কে ৷ জানতে পারা গিয়েছে রাহুল দ্রাবিড়ও বিসিসিআইকে (BCCI) জানিয়েছেন যে তিনি এই গুরু দায়িত্ব সামলাবার জন্য প্রস্তুত ৷

আরও পড়ুন : আত্মবিশ্বাসী বাবর আজম বললেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানই জিতবে

কিছুদিনের মধ্যেই দ্রাবিড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদ থেকে ইস্তফা দেবেন এমনটাই জানতে পারা যাচ্ছে (Rahul Dravid will be steped down as Head of National Cricket Academy soon) ৷ ২০২৩ পর্যন্ত ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের দায়িত্ব সামলাবেন রাহুল ৷

বোলিং কোচ হিসাবে প্রাক্তন ভারতীয় প্রেসার পরশ মামরেকে নির্বাচিত করেছে বিসিসিআই (BCCI also selected Paras Mhambrey as bowling coach of Indian Cricket Team) ৷ ব্যাটিং কোচ হিসাবে বিক্রম রাঠোর (Vikram Rathore) দায়িত্ব পালন করবেন ৷ আপাতত ২ বছরের জন্য রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি হয়েছে বিসিসিআইয়ের (Two years agreement in between BCCI and Rahul Dravid) ৷

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা সফরে যে ভারতীয় দল গিয়েছিল সেই দলের কোচিং করিয়েছিলেন তিনি ৷ এই দু’বছরের মেয়াদে রাহুল দ্রাবিড় ১০ কোটি টাকা বেতন পাবেন বলেই জানতে পারা গিয়েছে (Ten Crore will the salary package for Dravid during this two years as Head Coach of Indian Cricket Team) ৷

রাহুলের সঙ্গে বেশ কিছু বিদেশি তারকাও ভারতীয় দলকে কোচিং করানোর জন্য আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু বোর্ডের কাছে সব থেকে নির্ভরযোগ্য মনে হয়েছে রাহুল দ্রাবিড়কেই (Rahul Dravid) ৷

রবি শাস্ত্রীর আগে (Before Ravi Shastri) আরও এক প্রাক্তন তারকা ক্রিকেটার অনিল কুম্বলে (Anil Kumble) ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ ছিলেন কিন্তু অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে মত পার্থক্যের কারণে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৷ বর্তমানে আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হেডকোচ অনিল কুম্বলে (Anil Kumble) ৷

সুত্র : ওয়ান ইন্ডিয়া

আরও পড়ুন ::

Back to top button