ক্রিকেট

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সৌরাষ্ট্রের তারকা ক্রিকেটার অভি বরোট

Avi Barot Passes Away : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সৌরাষ্ট্রের তারকা ক্রিকেটার অভি বরোট - West Bengal News 24

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সৌরাষ্ট্র (Saurashtra) দলের উইকেটকিপার-ওপেনার অভি বরোট (Avi Barot)। তাঁর বয়স হয়েছিল ২৯ বছর।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, “সৌরাষ্ট্রের অন্যতম সেরা ক্রিকেটার অভি বরোটের অকাল প্রয়াণে সবাই মর্মাহত। শুক্রবার সন্ধায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এই ক্রিকেটার।” বরোট রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্র দলের সদস্য ছিলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১৫৪৭ রান রয়েছে অভির। ঘরোয়া একদিনের ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১০৩০ রান করেছেন। টি-২০ ক্রিকেটে ২০টি ম্যাচে তাঁর রান ৭১৭। বরোট ছিলেন রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্র দলের সদস্য। ফাইনালে বাংলাকে হারিয়ে দিয়েছিল সৌরাষ্ট্র।

আরও পড়ুন : রবি শাস্ত্রীর পরে ২০২৩ পর্যন্ত টিম ইন্ডিয়ার কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়

ফাইনালে ওপেন করতে নেমে প্রথম ইনিংসে ৫৪ এবং দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করেছিলেন। হরিয়ানা এবং গুজরাতের হয়েও রঞ্জি খেলেন এই ডানহাতি ব্যাটসম্যআন। অফ স্পিন বলও করতেন তিনি।

গোয়ার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ৫৩ বলে ১২২ রান করে নজরে পড়েন অভি বরোট। ২০১১ সালে তিনি ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়কও ছিলেন।

সুত্র : লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button