জাতীয়

হোমওয়ার্ক অসম্পূর্ণ, পিটিয়ে ছাত্রকে মেরেই ফেললেন শিক্ষক

হোমওয়ার্ক অসম্পূর্ণ, পিটিয়ে ছাত্রকে মেরেই ফেললেন শিক্ষক - West Bengal News 24

তেরো বছরের এক শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। রাজস্থানের একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার রাজস্থানের চুরু জেলায় কোলাসার গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম বিষ্ণু। সে স্থানীয় বেসরকারি একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো। হোম ওয়ার্ক করে না আসায় ওই শিক্ষক তাকে মারধর করে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ৯৫ শতাংশ ভারতীয়ই পেট্রল ব্যবহার করেন না, উত্তরপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীর বাবা এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। এরপর অভিযুক্ত শিক্ষক মনোজকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে তদন্ত চলছে। নিহত শিক্ষার্থীর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনার তদন্ত শেষ না পর্যন্ত ওই স্কুলের স্বীকৃতি স্থগিত করার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button