দঃ ২৪ পরগনা

সুন্দরবনের নদীতে দৈত্যাকার মাছ, দাম উঠল প্রায় ৩৭ লক্ষ টাকা

সুন্দরবনের নদীতে দৈত্যাকার মাছ, দাম উঠল প্রায় ৩৭ লক্ষ টাকা - West Bengal News 24

জাল তুলতে বেশ বেগ পেতে হয়েছিল মত্‍স্যজীবীদের। কিন্তু তখনও তাঁদের মাথাতেও আসেনি, যে একটি মাছের ওজন এতটা হবে। ওজন দেখার পর চোখ কপালে। হবে নাই বা কেন?‌ ৭৮ কেজির একটি মাছ উঠল সুন্দরবনের নদীতে। জাতে তেলিয়া ভোলা। দাম উঠল প্রায় ৩৭ লক্ষ টাকা। মাছ দেখতে নদীর পাড়ে এতই ভিড় জমল, যে পুলিশ হাজির হল। শুক্রবার গোসাবার দুলকি গ্রাম থেকে পাঁচ মত্‍স্যজীবী গিয়েছিলেন মাছ ধরতে।

আরও পড়ুন : তৃণমূলের নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অনুপম হাজরা

শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কপুরা নদীর কাছে তেরো বাঁকির খালে জালে জড়ায় ওই দৈত্যাকার মাছ। সন্ধ্যায় ক্যানিংয়ের আড়তে সেটি বিক্রির জন্য আনেন মত্‍স্যজীবীরা। এক আড়তদার জানালেন, এত বড় তেলিয়া ভোলা এর আগে ক্যানিংয়ের বাজারে আসেনি।

সাত ফিট দীর্ঘ মাছটির ওজন ৭৮ কেজি ৪০০ গ্রাম। বিক্রি হল ৩৭ লক্ষ ৫৩ হাজার ৮১১ টাকায়। এই মাছ শুধু খাওয়ার জন্য নয়, এর বিভিন্ন অংশ থেকে ওষুধও তৈরি হয় বিদেশে। মাছের পটকা থেকে তৈরি হয় ওষুধ। অস্ত্রোপচারের পর সেলাইয়ের কাজে লাগে।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button